আজ ইম্ফলে ট্রাউ-এর বিরুদ্ধে নামতে চলেছে মোহনবাগান, জিতলে লীগ জয়ের অনেক কাছে বেইতিয়ারা।
এবারের আইলীগে মোহনবাগানের অশ্বমেধের ঘোড়া দৌড়ে চলেছে। পরপর এগারো ম্যাচ অপ্রতিরোধ্য রয়েছে মোহনবাগান, আর আজ ইম্ফলে ট্রাউ এফসির বিরুদ্ধে নামতে চলেছে জসেবা বেইটিয়ারা। ইতিমধ্যে পরপর বেশ কয়েকটি ম্যাচ জিতে লিগ টেবিলের শীর্ষে থেকে খেতাবি লড়াইয়ে অনেকটা এগিয়ে গিয়েছি মোহনবাগান। তবে আজকের ম্যাচ জিতে লিগ জয়ের আরও কাছে চলে যেতে চাইছেন ফ্রান গঞ্জালেজ, পাপা বাবাকারা ডিওয়ারারা। … Read more