ফের দুর্ঘটনার সম্মুখীন হল পরিযায়ী শ্রমিক, ধূপগুড়িতে বাস উল্টে আহত হলেন ২০ জন
বাংলাহান্ট ডেস্কঃ পরিযায়ী শ্রমিকদের (Migrant workers) জীবন ক্রমাগত সংশয়ের মধ্যে রয়েছে। জলপাইগুড়ির ধুপগুড়ি (Dhupguri) কাছাকাছি উল্টে গেল পরিযায়ী শ্রমিক ভর্তি বাস। রবিবার ভোররাতে ধূপগুড়ির কলেজ সংলগ্ন খোলাই গ্রাম চৌপথি এলাকায় ঘটে যায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি। আহত হন প্রায় ২০ জন। লকডাউনের জেরে বাড়ি ফিরছিলেন শ্রমিকরা বিহারের শাহুডাঙি এলাকায় ইটভাটায় কাজ করতেন কোচবিহাররে বেশ কিছু শ্রমিক। … Read more