বাংলাহান্ট ডেস্ক: করোনা মোকাবিলায় রাজনৈতিক দ্বন্দ্ব দূরে সরিয়ে দেশবাসীকে একজোট হয়ে লড়াই করার ডাক জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর আগে জনতা কার্ফুর দিন বিকেল ৫টার সময় সমগ্র দেশবাসীকে জরুরি পরিষেবায় নিযুক্ত কর্মীদের ধন্যবাদ জানিয়ে ৫ মিনিট থালা, ঘন্টা ইত্যাদি বাজানোর আবেদন জানিয়েছিলেন তিনি। এবার ফের একটি আর্জি রেখেছেন মোদী। আজ সকাল ৯টায় ভিডিওবার্তায় প্রধানমন্ত্রী আবেদন করেন আগামী রবিবার অর্থাৎ ৫ এপ্রিল রাত ৯টায় ৯ মিনিট ধরে ঘরের আলো নিবিয়ে মোমবাতি, প্রদীপ, টর্চ বা মোবাইলের ফ্ল্যাশ জ্বালাতে। করোনার বিরুদ্ধে লড়াইয়ে সবাই সবার পাশে রয়েছে এটা বোঝাতেই এই পরিকল্পনা করেছেন প্রধানমন্ত্রী।
মোদীর ভিডিওবার্তার পরেই টুইট করতে শুরু করেন তারকারা। শাসক দলের ‘ঘনিষ্ঠ’ বলে পরিচিত অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের দিদি রঙ্গোলি চান্দেল প্রশংসা করেছেন মোদীর। টুইটে তিনি লিখেছেন, ‘প্রদীপ জ্বালালে একটা আধ্যাত্মিক পরিবেশ সৃষ্টি হয় যা খুব শান্তিদায়ক। একে অপরের প্রতি সমর্থন দেখাতে এটা করা উচিত। প্রধানমন্ত্রী আমাদের মানসিক চাহিদাগুলোও নজরে রাখেন এবং প্রতি পদে সাহায্য করেন। জয় শ্রী রাম’।
https://twitter.com/Rangoli_A/status/1245921151823392774?s=19
https://twitter.com/vivekagnihotri/status/1245919156458815496?s=19
প্রশংসা করেছেন বিবেক রঞ্জন অগ্নিহোত্রীও। তিনি লিখেছেন, ‘বোকারা ট্রোল শুরু করার আগে আমি বলতে চাই নরেন্দ্র মোদী ভারতের সেরা নায়ক।’ কিন্তু অপরদিকে তাপসী পন্নু সম্পূর্ণ ভিন্ন ভাবে টুইট করেছেন। এই উদ্যোগকে কটাক্ষ করে অভিনেত্রী লিখেছেন, ‘নতুন কাজ পেয়েছি। ইয়ে ইয়ে ইয়ে’।
New task is here ! Yay yay yayy !!!
— taapsee pannu (@taapsee) April 3, 2020
তাপসীর এই টুইট দেখে অনেকেই ভ্রূ কুঁচকেছেন। এই টুইটের মাধ্যমে তিনি কি প্রধানমন্ত্রীকে কটাক্ষ করেছেন না নেহাতই মজা করেছেন তা বোঝা যায়নি। নেটিজেনদের একাংশ তীব্র সমালোচনাও করেছেন তাপসীর। কিন্তু এই বিষয়ে এখনও মুখ খোললেননি অভিনেত্রী।