আতঙ্ক বাড়াচ্ছে করোনার দ্বিতীয় ঢেউ, ফের অনির্দিষ্টকালের জন্য বন্ধ তারকেশ্বর মন্দির

বাংলা হান্ট ডেস্কঃ মাঝে কিছুদিনের জন্য মন্দির খুললেও ছিল সতর্কতার কড়া বিধি নিষেধ। এরইমধ্যে সোশ্যাল ডিসটেন্স মেনে ভগবানকে দর্শন করার অনুমতি পেয়েছিলেন ভক্তরা। কিন্তু করোনার দ্বিতীয় ঢেউ যখন ফের একবার আতঙ্ক ছড়াচ্ছে বাংলায়, সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে বন্ধ করে দেওয়া হলো তারকেশ্বর মন্দির। সাধারণ ভক্তদের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে মন্দির চত্বরে। তবে নিত্য পূজা যেমন চলে তেমনি চলবে।

করোনার আতঙ্কে রীতিমতো নাভিশ্বাস উঠছে বাংলার। রোজই লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমিত সংখ্যা। প্রাণ যাচ্ছে সাধারণ মানুষের। তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার পরেই করোনা থেকে মুক্তিই বর্তমানে প্রধান কাজ বলে উল্লেখ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই অনুযায়ী বন্ধ করা হয়েছে লোকাল ট্রেন, রাস্তায় কমানো হয়েছে বাসের সংখ্যাও। নির্দিষ্ট সময় মেনে খোলা হচ্ছে বাজার, ঘাট এবং দোকান।

tarakeswar

আরো একবার অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে রেস্তোরা, বার, শপিং মল, সিনেমা হল ধাবাও! গতবছর লকডাউন এর ফলে প্রায় পাঁচ মাস বন্ধ ছিল তারকেশ্বর মন্দির। এরপর সেপ্টেম্বরে মন্দির খুললেও গর্ভগৃহে প্রবেশ ছিল সম্পূর্ণ নিষিদ্ধ। চোঙের মাধ্যমেই শিবের মাথায় জল ঢালছিলেন ভক্তরা। এখন দ্বিতীয় দফার সংক্রমণের জেরে ফের একবার বেসামাল পরিস্থিতি।

মাথায় রেখে দিন কয়েক আগে থেকেই ভক্তদের প্রবেশের ক্ষেত্রে পড়া বিধি-নিষেধ আরোপ করেছিল মন্দির কর্তৃপক্ষ। এদিন সকালেও নিয়ম মেনে সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত খোলা ছিল মন্দির। এবার সেই সিদ্ধান্তও প্রত্যাহার করে নিল মন্দির কর্তৃপক্ষ।

Abhirup Das

সম্পর্কিত খবর