এই প্রথমবার ভারতে TATA-র অর্থের হিসেব ছাড়াল ৩০ লাখ কোটি! সোনায় সোহাগা TCS-র

বাংলাহান্ট ডেস্ক : ফের একবার নতুন ইতিহাস তৈরি করল টাটা গোষ্ঠী। টাটা গোষ্ঠীর বাজার মূল্য অতিক্রম করল ৩০ লক্ষ কোটি টাকারও বেশি। দেশের প্রথম কনগ্লোমারেট হিসাবে টাটা গোষ্ঠী এই নজির তৈরি করল। এই অসম্ভবকে সম্ভব করার পিছনে রয়েছে টাটা কনসালটেন্সি সার্ভিসেস (টিসিএস), টাটা মোটরস, টাটা পাওয়ার এবং ইন্ডিয়ান হোটেলসের বড় অবদান।

টাটা কনসালটেন্সি সার্ভিসেস লিমিটেডের (টিসিএস) শেয়ার ২০২৪ এর শুরু থেকে নয় শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। নতুন বছরে টাটা মোটরসের শেয়ার বাজারে উত্থান আরও নজরকারা। শেয়ার মার্কেটে টাটা মোটরসের কুড়ি শতাংশ পর্যন্ত অগ্রগতি হয়েছে। ১৮ শতাংশ এবং ১৬ শতাংশ অগ্রগতি হয়েছে টাটা পাওয়ার ও ইন্ডিয়ান হোটেলসের।

আরোও পড়ুন : ১৬৪৩ কিমি জুড়ে সীমান্তে বসবে কাঁটাতার! ভারত সরকারের এই সিদ্ধান্তে চাপে পড়শিদেশ

প্রসঙ্গত, টাটা গোষ্ঠীর ২৪টি কোম্পানি নথিভুক্ত রয়েছে ভারতের শেয়ার বাজারে। মঙ্গলবার টাটা গোষ্ঠীর বাজার মূল্য ৩০ লক্ষ কোটি টাকার গন্ডি ছাড়িয়েছে। বিশ্লেষকরা বলছেন এর পিছনে সব থেকে বেশি অবদান রয়েছে টিসিএসের। টিসিএসের শেয়ার রেকর্ড অংকে পৌঁছায় মঙ্গলবার। BSE-তে মঙ্গলবার ৪ শতাংশ অগ্রগতি ঘটেছে টিসিএসের। মঙ্গলবারে টিসিএস এর বাজার মূল্য ছাড়িয়ে যায় ১৫ লক্ষ টাকা।

আরোও পড়ুন : চলে গেলেন ‘১টাকার ডাক্তার’! চিকিৎসকের শোকে মুহ্যমান কাঁথি এলাকার মানুষ

মঙ্গলবার বাজার বন্ধের সময় টিসিএসের প্রতিটি শেয়ারের মূল্য এসে দাঁড়িয়েছে ৪,১৩৩.৪৫ টাকা। এদিন সর্বোচ্চ স্তর ছিল ৪,১৪৯.৭৫ টাকা। ২০২৩-২৪ অর্থবর্ষের তৃতীয় ত্রৈমাসিকে ৮.১ বিলিয়ন মার্কিন ডলারের চুক্তি করেছিল টিসিএস। এটি ছিল গত বছরের থেকে ৩.৮ শতাংশ বেশি। এই চুক্তির ফলে টিসিএস নতুন সম্ভাবনা দেখায় বিনিয়োগকারীদের।

Tata Group has come up with a great scheme

এছাড়াও, ২০২৩-২৪ অর্থবর্ষে ব্যাপক উন্নতি হয়েছে টাটা পাওয়ারেরও। পাওয়ার ইন্ডাস্ট্রিতে টাটা গ্রুপের এই কোম্পানি বেশ ইতিবাচক দিক বজায় রেখেছে। এর ফলে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে বিনিয়োগকারীদের। টাকা পাওয়ার বর্তমানে ৫৫০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে থাকে সৌরবিদ্যুৎ, বায়ুশক্তি ও জলবিদ্যুৎ থেকে।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর