২০ হাজার কোটি টাকা খরচ, ভারতীয় বায়ুসেনার জন্য বিমান বানাতে চলেছে TATA

বাংলাহান্ট ডেস্কঃ এবার ভারতীয় বায়ুসেনার জন্য বিমান বানাতে চলেছে টাটা (tata) গোষ্ঠী। স্পেনের সংস্থা ‘এয়ারবাস ডিফেন্স অ্যান্ড স্পেস’-র সঙ্গে যৌথ ভাবে টাটার এই বিমান তৈরির বিষয়ে ট্যুইট করে জানিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্র ভারত ভূষণ বাবু। এবার আরও ক্ষমতা বৃদ্ধি পাবে ভারতীয় বায়ুসেনার।

ভারতীয় বায়ুসেনাকে আরও শক্তিশালী করতে কিছুদিন আগেই স্পেন থেকে ৫৬ টি C-295 মেগাওয়াট পরিবহণ বিমান (transport aircraft) কেনার ছাড়পত্র দিয়েছে কেন্দ্র সরকার। যার জন্য খরচ ধরা হচ্ছে আনুমানিক ২০ থেকে ২১ হাজার কোটি টাকা। যার মধ্যে প্রথম ১৬ টি বিমান স্পেনের মাটিতে তৈরি হয়ে আকাশ পথে পাড়ি দিয়ে এসে পৌঁছাবে ভারতে। আর বাকি ৪০ টি বিমান ভারতের মাটিতেই তৈরি হবে।

সূত্রের খবর, স্পেনের সঙ্গে চুক্তি হওয়ার ৪৮ মাসের মধ্যে প্রথম ১৬ টি বিমান উড়ে আসবে ভারতে। এরপর বাকি ৪০ টি বিমান আগামী ১০ বছরের মধ্যে ভারতে বসেই তৈরি করা হবে। স্পেনের সংস্থা ‘এয়ারবাস ডিফেন্স অ্যান্ড স্পেস’-এর সঙ্গে যৌথ এই কাজের বরাত পাচ্ছে ‘টাটা অ্যাডভান্সড সিস্টেমস লিমিটেড’ (টিএএসএল)। সূত্র মারফত জানা গিয়েছে, আগামী ৩ বছরের মধ্যে ভারতে চলে আসবে C-295 মেগাওয়াট পরিবহণ বিমান।

এবিষয়ে টিএএসএল জানিয়েছে, স্পেনের বিমান নির্মাতা সংস্থাটির সঙ্গে যৌথ ভাবে আগামী ১০ বছরের মধ্যে ভারতে মোট ৪০ টি C-295 মেগাওয়াট পরিবহণ বিমান তৈরি করা হবে, যার জন্য খরচ হবে প্রায় ২০ হাজার কোটি টাকা। প্রায় ৬০ বছর আগে ভারতীয় বায়ুসেনার অংশ হয়েছিল অ্যাভ্রো এয়ারক্র্যাফ্ট। এবার সেইসমস্ত বহু পুরোন অ্যাভ্রো এয়ারক্র্যাফ্টের বদলে ভারতীয় বায়ুসেনায় যুক্ত হতে চলেছে ৫-১০ টন বহনের ক্ষমতাসম্পন্ন এবং সমসাময়িক প্রযুক্তির অধিকারী C-295 মেগাওয়াট পরিবহণ বিমান।

ভারতের মাটিতে এই যুদ্ধ বিমান তৈরির ফলে, বহু মানুষের কর্মসংস্থান হবে। বিমানের নানা ছোট ছোট অংশ তৈরির ক্ষেত্রে দেশের বহু ক্ষুদ্র ব্যবসায়ী এই অভিযানের শরিক হতে পারবে। সেইসঙ্গে চাঙ্গা হয়ে উঠবে ভারতে এয়ারোস্পেস ইকোসিস্টেম।

Smita Hari

সম্পর্কিত খবর