বাংলা হান্ট ডেস্কঃ দেশের রাজধানী দিল্লীতে (Delhi) কেজরীবাল সরকার (Kejriwal Government) সাধারণ মানুষকে আরও একটি বড় ঝটকা দিলো। মদে ৭০ শতাংশ ট্যাক্স বাড়ানোর পর এবার পেট্রোল ডিজেলের (Petrol Diesel) উপরেও ট্যাক্স বাড়িয়ে দিলো সরকার। এবার দিল্লীর মানুষকে পেট্রোল ডিজেল কেনার জন্য বেশি পয়সা খরচ করতে হবে। দিল্লী সরকার অটো ফুয়েলে ধার্য VAT বাড়িয়ে দিয়েছে। কেজরীবাল সরকারের এই সিদ্ধান্তের পর দিল্লীতে পেট্রোল ১.৬৭ টাকা আর ডিজেল ৭.১০ টাকা প্রতি লিটার বেড়ে গেলো।
করোনার ভাইরাসের কারণে লকডাউনের মধ্যে প্রায় ৫০ দিন পর দিল্লীতে পেট্রোল ডিজেলের দাম বাড়ল। সরকার তেলের নুন্যতম VAT বাড়িয়ে দিয়েছে। পেট্রোলের VAT বাড়িয়ে ৩০ শতাংশ করা হয়েছে আর ডিজেলেও ট্যাক্স বাড়িয়ে ৩০ শতাংশ করা হয়েছে। সরকারের এই নির্ণয় অনুযায়ী, VAT বাড়ার পর দিল্লীতে পেট্রোলের দাম ১.৬৭ টাকা প্রতি লিটার আর ডিজেলের দাম ৭.১০ টাকা প্রতি লিটার বেড়ে গেলো। সরকারের এই সিদ্ধান্তের পর এখন দিল্লীতে পেট্রোল ৭১.২৬ টাকা প্রতি লিটার আর ডিজেল ৬৯.২৯ টাকা প্রতি লিটার হয়ে দাঁড়িয়েছে।
দিল্লী সরকার পেট্রোল ডিজেলের উপর ধার্য ট্যাক্স বাড়িয়ে দিয়েছে। প্রথমে পেট্রোলে ট্যাক্স ২৭ শতাংশ ছিল, যেটাকে বাড়িয়ে ৩০ শতাংশ করা হয়েছে। আর ডিজেলে ১৬.৭৫ শতাংশ ট্যাক্স ছিল, যেটাকে বাড়িয়ে ৩০ শতাংশ করা হয়েছে। আজ থেকে দিল্লীতে পেট্রোল ১.৬৭ টাকা প্রতি লিটার আর ডিজেল ৭.১০ টাকা প্রতি লিটার দাম বেড়ে গেলো।
এর আগে দিল্লীর কেজরীবাল সরকার রাজধানীতে মদের দোকান খোলার অনুমতি দেয়। আর এই মদের দোকান খোলার জন্য জরুরী শর্তও রাখা হয় সরকারের তরফ থেকে। কিন্তু এরফলে বড়সড় ঝটকা লাগে মদের দোকান গুলোতে। কারণ, দিল্লী সরকার মদের দাম ৭০ শতাংশ বাড়িয়ে দিয়েছে। এই নতুন ট্যাক্স মদের MRP এর উপর তৎকাল লাগু করা হয়েছে। নতুন ট্যাক্সের পর ১ হাজার টাকার মদের দাম বেড়ে ১৭০০ টাকা হয়ে গেছে।