WTC ফাইনাল হেরে কাঙাল হয়ে গেলেন রোহিতরা! শুভমান গিলের কপালে জুটলো অতিরিক্ত শাস্তি

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ভারতীয় দল (Team India) গতকাল অজিদের বিরুদ্ধে বিনা যুদ্ধে আত্মসমর্পণ করেছিল অস্ট্রেলিয়ার বোলিংয়ের সামনে। চতুর্থ দিনে বিরাট কোহলি এবং অজিঙ্কা রাহানের একটি ছোট্ট পার্টনারশিপের ওপর ভর করে অনেকে স্বপ্ন দেখতে শুরু করেছিলেন। কিন্তু দুজনেই গতকাল নিজেদের উইকেট ছুঁড়ে ফেলে এসেছেন যার ফলে ভারতের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল (WTC Final) জয়ের স্বপ্ন অধরা থেকে গেছে। নিজেদের শ্রেষ্ঠত্বের পাজল সম্পূর্ণ করার শেষ টুকরো হিসেবে বিশ্বের চ্যাম্পিয়নশিপ জিতে নিয়েছে অস্ট্রেলিয়া।

ভারতের দুর্ভোগ এখানেই শেষ হয়নি। প্রতিদিনই আমরা দেখছিলাম অস্ট্রেলিয়ার আক্রমণাত্মক বোলিংয়ের কারণে ভারতকে বার বার নিজেদের পরিকল্পনা বদল করতে হয় গোটা ম্যাচ জুড়ে। মাঝেমধ্যেই রোহিত শর্মার সঙ্গে বোলারকে দীর্ঘক্ষণ ধরে ফিল্ড প্লেসিং নিয়ে আলোচনা করতে দেখা গিয়েছে ম্যাট চলাকালীন।

এর ফলে স্লো ওভার রেটের কবলে পড়েছে ভারতীয় দল। অবশ্য শুধু ভারতই নয়, অজিদেরও এই একই সমস্যার মোকাবেলা করতে হয়েছে। ফলে দুই দলকেই জরিমানার মুখোমুখি হতে হয়েছে। ভারতীয় দলের ম্যাচ ফি-এর ১০০ শতাংশই কেটে নেওয়া হয়েছে। অস্ট্রেলিয়া দলের ক্ষেত্রে কেটে নেওয়া হয়েছে ৮০ শতাংশ ম্যাচ ফি।

কিন্তু এর সঙ্গে অতিরিক্ত জরিমানা করা হয়েছে শুভমান গিলকে। তিনি সোশ্যাল মিডিয়ায় ম্যাচের আম্পায়ারিং নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন। দ্বিতীয় ইনিংসে তিনি স্লিপে ক্যাচ দিয়েছিলেন যেটি পরে রি-প্লে দেখে মনে হয়েছিল যে খুব একটা পরিষ্কারভাবে নেওয়া হয়নি। কিন্তু থার্ড আম্পায়ার তাও তাকে আউট ঘোষণা করে।

এরপর সোশ্যাল মিডিয়ায় সেই ক্যাচটি নেওয়ার মুহূর্তের ছবি প্রকাশ করে হাততালি দেওয়ার ইমোজি ব্যবহার করেছিলেন গিল। এর ফলে তাকে আরো ১৫ শতাংশ ম্যাচ ফি জরিমানা দিতে হচ্ছে নিজের পকেট থেকে। এর আগে তিনি প্রচুর সমালোচিত হয়েছিলেন আইপিএলে ভালো খেলে বড় মঞ্চে ব্যর্থ হওয়ার কারণে। এই শাস্তি যেন গোদের ওপর বিষফোঁড়া হয়ে গেল।

 

Reetabrata Deb

সম্পর্কিত খবর