শুরু হয়ে গিয়েছে T20 বিশ্বকাপ! অথচ এটা কি বললেন রোহিত? টিম ইন্ডিয়ার কাছে এখনও নেই “আসল প্ল্যান”

বাংলা হান্ট ডেস্ক: আমেরিকা (America) ও কানাডার (Canada) ম্যাচ দিয়ে শুরু হয়েছে এবারের T20 বিশ্বকাপ (ICC Men’s T20 World Cup)। এখন অপেক্ষা ৫ জুনের! ওইদিন টিম ইন্ডিয়া (India National Cricket Team) তাদের প্রথম ম্যাচ খেলবে নিউইয়র্কে। টিম ইন্ডিয়ার যাত্রা শুরু হবে আয়ারল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ দিয়ে। রোহিত শর্মার (Rohit Sharma) নেতৃত্বে ভারতীয় দল ১১ বছরের অপেক্ষার অবসান ঘটাবে বলেই বিশ্বাস রাখছেন অনুরাগীরা। যদিও, ওই ম্যাচের আগেই রোহিত শর্মা এমন একটি বিবৃতি দিয়েছেন যা দলের প্রস্তুতি ও পরিকল্পনা নিয়ে প্রশ্ন তুলতে পারে। রোহিতের ওই বক্তব্য টিম ইন্ডিয়ার ব্যাটিং অর্ডারের প্রসঙ্গে সামনে এসেছে।

মূলত, বিশ্বকাপে গ্রুপ পর্বে অভিযান শুরুর আগে, ভারতীয় দল ১ জুন শনিবার একটি অনুশীলন ম্যাচ খেলেছিল। বাংলাদেশের বিপক্ষে এই ম্যাচে ভারত প্রথমে ব্যাট করে ১৮২ রান করে। টিম ইন্ডিয়ার হয়ে সর্বোচ্চ ৫৩ রান করেন ঋষভ পন্থ। জবাবে বাংলাদেশ দল মাত্র ১২৩ রানে গুটিয়ে যায় এবং ভারত ৬০ রানে ম্যাচ জিতে যায়। সামগ্রিকভাবে, টিম ইন্ডিয়ার জন্য ওই ম্যাচে ভালো পারফরম্যান্স বজায় ছিল।

Team India has not taken important decision yet.

এই বিষয়টি সবার দৃষ্টি আকর্ষণ করেছে: সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, ওই ম্যাচে যে বিষয়টি সকলের নজর কেড়েছে তা হল সঞ্জু স্যামসনের ওপেনিং করা এবং তিন নম্বরে ঋষভ পন্থের খেলা। তবে, স্যামসন ব্যর্থ হলেও ঋষভ পন্থের দুর্দান্ত পারফরম্যান্স পরিলক্ষিত হয়েছে। পন্থ ক্রিজে এসেই আক্রমণাত্মক ভঙ্গিতে খেলতে থাকেন এবং বাংলাদেশের স্পিন আক্রমণকে তিনি কার্যত পাত্তাই দেননি। বিশেষ করে বাংলাদেশের সবচেয়ে অভিজ্ঞ বাঁহাতি স্পিনার সাকিব আল হাসান প্রচুর রান দিয়ে ফেলেন। এমতাবস্থায় অনুমান করা হচ্ছে যে, টিম ইন্ডিয়া ঋষভ পন্থকে তিন নম্বরে মাঠে নামাতে পারে। যেটি আসলে টিমেরই কাজে আসবে।

আরও পড়ুন: বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে ম্যাচের আগে “নার্ভাস” পাকিস্তানের খেলোয়াড়রা! নিজেই জানালেন বাবর আজম

এখনও সিদ্ধান্ত নেয়নি টিম ইন্ডিয়া: এদিকে, ম্যাচের পরে অধিনায়ক রোহিত আপাতত এমন কোনো প্রত্যাশা জিইয়ে রাখেননি। টিম ইন্ডিয়ার অধিনায়ক বলেছেন যে প্রস্তুতি ম্যাচ থেকে কোনো ভবিষ্যদ্বাণী করা ভুল হবে। ম্যাচের পর রোহিত জানিয়েছেন, টুর্নামেন্টের প্রথম ম্যাচে টিম ইন্ডিয়ার ব্যাটিং অর্ডার কি হবে তা নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। ভারতীয় অধিনায়ক সাফ জানিয়ে দেন, টপ অর্ডারে সঞ্জু স্যামসন এবং ঋষভ পন্থকে পাঠানোর কারণ ছিল তাঁদের পর্যাপ্ত সুযোগ দেওয়া।

আরও পড়ুন: একতরফা হবে ম্যাচ! T20 বিশ্বকাপে টিম ইন্ডিয়ার এই ৩ খেলোয়াড়ই হেলায় হারিয়ে দেবেন পাকিস্তানকে

যদিও, রোহিত স্বীকার করেছেন যে এই প্রস্তুতি ম্যাচে, দল ব্যাটিং এবং বোলিংয়ের ক্ষেত্রে যা অর্জন করতে চেয়েছিল তা অর্জন করেছে। পাশাপাশি ওই ম্যাচে মাঠ, পিচের কন্ডিশন বোঝা সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল। রোহিত বাঁহাতি ফাস্ট বোলার অর্শদীপ সিং-এরও প্রশংসা করেছেন। যিনি ওই ম্যাচে ২ টি উইকেট নিয়েছিলেন। পাশাপাশি রোহিত জানান, বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে শুরুর তুলনায় শেষের দিকে অর্শদীপ আরও ভালো বল করেছেন।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর