‘সমর্থনের জন্য ধন্যবাদ’, তেলেঙ্গানায় হেরেও জয়ের খুশি পদ্ম শিবিরে! ১ থেকে ৮-এ পৌঁছে বিশেষ বার্তা মোদীর

বাংলা হান্ট ডেস্ক : মধ্যপ্রদেশ, রাজস্থান এবং ছত্তিশগড়ের হারের পর কংগ্রেসের (Congress) সান্তনা পুরস্কার তেলেঙ্গানা। যদিও এই তিন রাজ্য থেকেই জয়ের আশায় বসেছিল কংগ্রেস। বিশেষ করে ছত্তিশগড় আর মধ্যপ্রদেশের গড়ে এসে রাহুল গান্ধী (Rahul Gandhi) জানিয়েছিলেন, এখান থেকে কংগ্রেসই জিতছে। তবে মোটেও সেরকম কিছু ঘটেনি।

বরং রাজস্থান নিয়ে আশাবাদী থাকলেও তেলেঙ্গানা নিয়ে বিশেষ উৎসাহী ছিলনা কংগ্রেসের শীর্ষ নেতৃত্বরা। অথচ ভোটের ফল (Election Result) বলছে গোবলয় নিরাশ করলে সামান্য আশার আলো দেখিয়েছে তেলেঙ্গানা (Telangana)। তেলেঙ্গানার ত্রিমুখী লড়াইয়ে কংগ্রেসের দখলে ৬৩ টি আসন, বিআরএস-র দখলে ৪০ টি আসন এবং বিজেপি (BJP) ৯ টি আসনে এগিয়ে। স্পষ্ট ইঙ্গিত যে, এই রাজ্যে কংগ্রেসই সরকার গঠন করছে।

আরও পড়ুন : অপ্রতিরোধ্য মোদীর অশ্বমেধ ঘোড়া, ৩ রাজ্যের গেরুয়া ঝড়ে দুমড়ে মুচড়ে গেল বিরোধীরা! ব্যাকফুটে INDIA জোট

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, উত্তরভারত বিজেপির (BJP) মাতৃভূমি হলেও দক্ষিণে এখনও তারা অনাথ। যদিও এই বিষয়টা মানতে নারাজ গেরুয়া শিবির। যদিও মাস খানেক আগে তেলেঙ্গানায় (Telangana) ভালো হাওয়া ছিল বিজেপির। রাজনৈতিক বিশ্লেষকদের কথায়, কংগ্রেসকে হঠিয়ে প্রধান বিরোধীদল হিসেবে বিজেপির সম্ভাবনা ছিল প্রবল। তবে ফলাফল প্রকাশ হতেই দেখা গেল বিজেপির আসন সংখ্যা নগণ্যই।

আরও পড়ুন : থলথলে শরীর নিয়ে দিনের পর দিন খোঁটা! ‘মধ্যমা’ দেখিয়ে উপযুক্ত জবাব শুভশ্রীর

যদিও পদ্ম সমর্থকরা এই হারের মধ্যেও জয় খুঁজে পেয়েছে। এর আগে তেলেঙ্গানায় ২০১৮ এর বিধানসভা ভোটে মোট ৮৮টি আসনে জিতেছিল ভারত রাষ্ট্র সমিতি (বিআরএস)। কংগ্রেসের জোটের দখলে ছিল ২১টি আসন। এবং সেবার বিজেপির দখলে ছিল মাত্র ১ টি আসন। এছাড়াও এআইএমআইএম জিতেছিল সাতটি আসনে। অন্যান্যরা জিতেছিল দুটি আসনে।

আরও পড়ুন : ভিন রাজ্যে শুভেন্দু ম্যাজিক! ছত্তিশগড়ে যেখানে প্রচার করেন নন্দীগ্রামের MLA, সেখানে বিরাট জয় বিজেপির

telangana assembly election results 2023 chief minister kcr l congress leader revanth reddy 0306547 16x9 0

এদিকে এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, চলতি বিধানসভা ভোটে তেলেঙ্গানায় ৭ টি আসনে জয় নিশ্চিত করেছে গেরুয়া শিবির। এবং একটি আসনে প্রায় ২৪ হাজার ভোটে এগিয়ে রয়েছে। অর্থাৎ গতবারের চেয়ে ভোট এবং আসন সংখ্যা দুইই বেড়েছে বিজেপির। আর তাই একপ্রকার হারের মধ্যেও জয়টাকেই বড়ো করে দেখতে চাইছে গেরুয়া শিবির। এইদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi) নিজের এক্স হ্যান্ডেল থেকে টুইট করে লেখেন, ‘‘তেলঙ্গানার ভাই এবং বোনেদের বলছি, বিজেপিকে সমর্থনের জন্য ধন্যবাদ। গত কয়েক বছর ধরে বিজেপির প্রতি আপনাদের ভালবাসা বাড়ছে। আশা করি আগামী দিনে তা আরও বাড়বে। তেলঙ্গানার সঙ্গে আমাদের বন্ধন বরাবরই দৃঢ়। আমরা মানুষের জন্য কাজ করে যাব।’’


Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর