সমাজবাদী পার্টির নেতাকে তুলে নিয়ে গিয়ে নৃশংস ভাবে হত্যা করল মাওবাদীরা

 

বাংলা হান্ট ডেস্ক: সমাজবাদী পার্টির এক নেতাকে তুলে নিয়ে গিয়ে হত্যা করল মাওবাদীরা। মঙ্গলবার সন্ধেয় ছত্তিসগড়ের বিজাপুরে ঘটে ঘটনাটি। সন্তোষ পুনেম নামে ওই নেতার মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

 

ছত্তিসগড়ের হিংসালূলুপ বিজাপুর জেলায় নতুন করে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এই ঘটনায়। এই লোকসভা নির্বাচনে মারিমাল্লার বাসিন্দা সন্তোষ পুনেম সমাজবাদী পার্টির হয়ে লড়েছিলেন বিজাপুর থেকে। বিজাপুরে তিনি ছিলেন সমাজবাদী পার্টির ভাইস-প্রেসিডেন্ট পদেও।

52457 img 20190619 wa0009

সন্তোষ পুনেম রাজনীতির পাশাপাশি কাজ করতেন একজন কন্ট্র্যাকটর হিসেবেও। মঙ্গলবার বিকেলে মাওবাদীরা মারিমাল্লা গ্রামের কনস্ট্রাকশন সাইট থেকে তুলে নিয়ে যায় তাঁকে। ডিআইজি সুদেরাজ পি জানিয়েছেন, জঙ্গলের মধ্যে নিয়ে গিয়ে তাঁকে খুন করেছে মাওবাদীরা।

সম্পর্কিত খবর