‘ভাতার ভিক্ষা নয়, চাকরি চাই” লক্ষ্মীর ভাণ্ডার ভেঙে প্রতিবাদ টেট উত্তীর্ণের মায়ের

বাংলাহান্ট ডেস্ক : চাকরির দাবিতে এবার এক অভিনব প্রতিবাদের সাক্ষী থাকল বাংলা। ‘ভাতার ভিক্ষা নয় চাকরি চাই ছেলে মেয়েদের’ এই দাবিতেই লক্ষ্মীর ভাণ্ডার আছড়ে ভাঙতে দেখা গেল এক টেট উত্তীর্ণ প্রার্থীর মাকে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে বর্ধমানের কার্জন গেট সংলগ্ন এলাকায়।

এদিন নিয়োগের দাবিতে বর্ধমানে বিক্ষোভ দেখান ২০১৪ সালের টেট উত্তীর্ণ প্রার্থীরা। সেই প্রতিবাদে তাঁদের সঙ্গে যোগ দেন তাঁদের বাবা মা ও। অভিযোগ মুখ্যমন্ত্রী একাধিক বার প্রতিশ্রুতি দিলেও কাজের কাজ হয়নি কিছুই। ৮ বছর পরও মেলেনি নিয়োগ পত্র। তাই এবার নিয়োগের দাবিতে পথে নামতে বাধ্য হন এই শিক্ষিত যুবক যুবতীরা।

বিক্ষোভরত এক চাকরি প্রার্থীর মা এদিন প্রতিবাদের মাধ্যম হিসেবে বেছে নেন অভিনব এক পন্থা। টাকা জমানোর লক্ষ্মীর ভাণ্ডার আছড়ে রাস্তাতেই ভাঙেন তিনি। স্বাতী বন্দ্যোপাধ্যায় নামের ওই মহিলা বলেন, ‘লক্ষ্মীর ভাণ্ডারের ৫০০ টাকা নিয়ে কী করব? ঘরে শিক্ষিত ছেলে মেয়েরা পরীক্ষায় উত্তীর্ণ হয়েও চাকরি না পেয়ে হতাশায় ডুবে যাচ্ছে। বারবার ঘোষণা সত্ত্বেও নিয়োগ করা হচ্ছে না। মা হিসেবে ছেলে মেয়েকে এত কষ্ট করে মানুষ করলাম এই ৫০০ টাকা ভাতার জন্য? পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছে তাদের পেটে ভাতের জোগাড় না হলে এই ভাতায় কী হবে?’

এদিন কার্যতই মুখ্যমন্ত্রীর কাছে হয় চাকরি নাহয় মৃত্যুর দাবি করেন চাকরি প্রার্থীরা। তাঁরা জানান, দীর্ঘদিন যাবৎ আশায় বুক বেঁধে ‘জীবন্ত লাশ’ হয়ে বেঁচে আছেন তাঁরা। ধৈর্য্যের সব সীমা অতিক্রান্ত হয়ে গেছে। এবার মুখ্যমন্ত্রী হয় চাকরি দিন নাহয় মৃত্যু দিন। এদিন জেলাশাসকের কাছে স্মারকলিপিও জমা দেন তাঁরা।

প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে স্থগিত রাজ্যে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া। ২০১৪ সালে টেট উত্তীর্ণ প্রার্থীদের মুখ্যমন্ত্রী একাধিকবার নিয়োগের প্রতিশ্রুতি দিলেও ফল কিছুই হয়নি তাতে। এই দাবিতে আগেও বহুবার বিক্ষোভে সামিল হয়েছেন টেট উত্তীর্ণরা। কিন্তু এবার এই বিক্ষোভ যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাধের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পকে প্রশ্নের মুখে দাঁড় করালো তা বলাই বাহুল্য।


Katha Bhattacharyya

সম্পর্কিত খবর