করোনা পরিস্থিতির খুঁটিনাটি প্ৰশ্ন তুলে মুখ্যসচিবকে চিঠি ধরাল কেন্দ্রীয় দল

বাংলাহান্ট ডেস্কঃ করোনার (COVID-19) কামড়ে সারা দেশজুড়ে যেন ত্রাহি ত্রাহি রব। রাজ্যের তরফে সহযোগিতার আশ্বাস মিলতেই করোনা পরিস্থিতির পুঙ্খানুপুঙ্খ জানতে চেয়ে মুখ্যসচিবকে চিঠি পাঠাল কেন্দ্রীয় (Central)প্রতিনিধি দলের প্রধান। বিস্তারিত তথ্য চেয়ে ৪ পাতার চিঠি পাঠানো হয়েছে মুখ্যসচিবকে। চিঠিতে একাধিক বিষয় সম্পর্ক জানতে চেয়েছে কেন্দ্রীয় প্রতিনিধি দল। কী কী? চলুন দেখে নেওয়া যাক।

corona 21

একইসঙ্গে চিঠিতে কেন্দ্রীয় প্রতিনিধি দল জানিয়েছে, এই রিপোর্ট পেলে তাঁরা হটস্পট ও বাজার এলাকায় যেতে চায়। কলকাতার ৫টি, হাওড়ার ৩টি, উত্তর ২৪ পরগনার ২টি, পূর্ব মেদিনীপুরের ৩টি- ৪ জেলার মোট ১৩টি এলাকাকে ‘হটস্পট’ বলে চিহ্নিত করেছে কেন্দ্রীয় দল। কলকাতার বেলগাছিয়া, বউবাজার, ট্যাংরা, বড়বাজার, গার্ডেনরিচ এলাকাকে ‘রেড জোন’ (Red Zone) বলে উল্লেখ করা হয়েছে।

lockdown 2222

চিঠিতে বলা হয়েছে, কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যরা এই জায়গাগুলি পরিদর্শনে যাওয়ার সময়, তাঁদের করোনা সুরক্ষার ব্যবস্থা করতে হবে রাজ্যকে। থাকতে হবে স্বাস্থ্য অফিসার।একইসঙ্গে তারা কোয়ারেন্টাইন সেন্টার (Quarantine Center) ও হাসপাতালে যেতে চায় বলেও জানিয়েছে কেন্দ্রীয় প্রতিনিধি দল। প্রসঙ্গত, এদিন নবান্নে সাংবাদিক বৈঠকে রাজ্যে কেন্দ্রীয় দল নিয়ে তোপ দাগার পাশাপাশি মুখ্যসচিব জানান, “কেন্দ্রীয় দল কোথায় যেতে চান, আমরা সেই ব্যবস্থা করছি।”


সম্পর্কিত খবর