বাংলাহান্ট ডেস্কঃ চীন থেকে আগত করোনাভাইরাস (corona virus) সারা দেশকে তোলপাড় করে দিয়েছে। নেতা-মন্ত্রী থেকে শুরু করে সেলেবরা অনেকেই সাহায্যের হাত বাড়িয়েছে। পাশাপাশি সাধারণ মানুষও এগিয়ে এসেছে। এবার সাহায্যের হাত বাড়িয়ে দিল বালুরঘাট (Balurghat) এক স্বর্ণ ব্যবসায়ী। প্রথম কন্যা সন্তান রাহিত্যা দত্তের (Rahitya Dutta) অন্নপ্রাশন অনুষ্ঠানে জাঁকজমক করতে না পেরে দুঃস্থ মানুষজনের পাশে দাঁড়িয়ে খাদ্যসামগ্রী বিতরণ করলেন বালুরঘাটের এক ব্যবসায়ী দম্পতি। লকডাউনের মধ্যে দুঃস্থদের পাশে দাঁড়াতে এবং মানুষের আশীর্বাদ পেতেই এমন পদক্ষেপ বলে তাঁরা জানিয়েছেন।
বালুরঘাট শহরের স্বর্ণ ব্যবসায়ী তন্ময় দত্ত ও তাঁর স্ত্রী রম্যানী দত্ত। সোমবার তাঁদের একমাত্র কন্যা সন্তানের অন্নপ্রাশন ছিল। এই সময় কোনও রকম জাঁকজমক করা সম্ভব নয়। তাই রীতি মেনে শহরের নিউ মার্কেট এলাকায় নিজেদের ফ্ল্যাটে পুজো করে নিয়মরক্ষার অন্নপ্রাশন অনুষ্ঠান করা হয়। এরপর সন্তানের মঙ্গল কামনায় দুঃস্থদের পাশে দাঁড়ায় শিশু কন্যার পরিবার। এদিন ১০০ জন দুঃস্থ মানুষের হাতে চাল-ডাল সহ খাদ্য সামগ্রী সাবান তুলে দেন নবজাতকের বাবা।
শিশু কন্যার মা রম্যানী দত্ত বলেন, “সরকারি নিয়ম মেনে লকডাউন পরিস্থিতিতে কোনও বড় অনুষ্ঠান করা সম্ভব নয়। তাই মেয়ের মঙ্গলকামনায় বাড়িতে ছোট করে পুজো করে দুঃস্থদের মধ্যে কিছু খাদ্য সামগ্রী তুলে দিচ্ছি। এরপরে আরও কিছু সামাজিক কাজকর্ম করব মেয়ের মঙ্গলের জন্য।” এর আগেও অবশ্য অনেকেই শুভ অনুষ্ঠানের টাকায় নানা সামগ্রী কিনে সেসব দরিদ্রদের সেবায় দান করেছেন।