বাংলাহান্ট ডেস্কঃ বেশকিছুদিন পর কিছুটা অন্য রূপ দেখা গেল বঙ্গ বিজেপিতে (bjp)। ভাঙ্গন নয়, এবার দেখা গেল জুড়তে। নরেন্দ্র মোদী এবং বিজেপি-র আদর্শে বিশ্বাসী হয়ে গেরুয়া শিবিরে যোগ দিলেন বামপন্থী নেতার পুত্রবধূ। সোমবার তাঁর হাতে বিজেপির পতাকা তুলে দিলেন অর্জুন সিং (Arjun Singh)।
করোনা আবহের মধ্যে দরজায় কড়া নাড়ছে চার পৌরসভার নির্বাচন। নির্বাচনী বিধি মেনে দিকে দিকে চলছে তারই প্রস্তুতি। কোমর বেঁধে মাঠে নেমে পড়েছে রাজনৈতিক দলগুলো, বিন্দুমাত্র খামতি রাখছে না তাঁরা। এরই মধ্যে ভাঙন ধরল বামেদের দলে। লাল ছেড়ে গেরুয়া হলেন বামপন্থী নেতার পুত্রবধূ।
বীজপুর কেন্দ্রের পাঁচ বারের বিধায়ক এবং বামপন্থী নেতা হিসেবে যথেষ্ট খ্যাতি রয়েছে জগদীশ দাসের। জগদীশ বাবুর পুত্রবধূ হলেন সোমা দাস। শ্বশুরের দল ছেড়ে জগদ্দলের মজদুর ভবনে সোমবার ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং-র হাত থেকে হাতে তুলে নিলেন বিজেপির দলীয় পতাকা।
এইভাবে শ্বশুরবাড়ির দলের সঙ্গে সম্পর্ক ত্যাগ করে বিজেপিতে যোগ দেওয়ার বিষয়ে সোমা দাস জানান, ‘পরিবারের সকলে বামপন্থী হলেও, আমি কোন দিন সক্রিয় রাজনীতি করিনি। আমি কোনদিনই বামেদের সঙ্গে যুক্ত ছিলাম না। একটা সিস্টেম আছে বিজেপিতে। আর নরেন্দ্র মোদী এবং বিজেপি-র আদর্শকে বিশ্বাস করি আমি। আগামী দিনে বীজপুরে ঘুরে দাঁড়াবেই বিজেপি’।
দলে নতুন কর্মীকে স্বাগত জানিয়ে অর্জুন সিং বলেন, ‘বামপন্থী পরিবার থেকে সোমাদেবী বিজেপিতে যোগদান করায় বীজপুরে দলের শক্তি অনেকটাই বেড়ে গেল’। জানিয়ে রাখি এদিন এই যোগদান অনুষ্ঠানে অর্জুন সিং ছাড়াও উপস্থিত ছিলেন ব্যারাকপুরে বিজেপি-র সভাপতি সন্দীপ বন্দ্যোপাধ্যায়ও। সকলের উপস্থিতিতেই বিজেপিতে যোগ দিলেন সোমা দাস।