মোদী সরকারের সিদ্ধান্ত, নতুন সমস্ত সরকারী স্কিমের উপর লাগালো ব্রেক

বাংলাহান্ট ডেস্কঃ করোনাভাইরাস মহামারীর মধ্যে ভারত সরকার সরকারী স্কিম (Government Scheme) নিয়ে করলেন এক বিশেষ ঘোষণা। কেন্দ্রীয় সরকার জানালেন, আগামী বছরের মার্চ মাস অবধি কোনও নতুন সরকারী স্কিম চালু করা হবে না। তবে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনা (Prime Minister’s Garib Kalyan Yojana) এবং স্বনির্ভর ভারত সম্পর্কিত প্রকল্পগুলির ক্ষেত্রে জারী করা এই নতুন নিয়মের বিধিনিষেধ প্রযোজ্য হবে না।

নতুন করে কোন সরকারী স্কিম ঘোষণা করা হচ্ছে না, বলে সরকার সরাসরি জানিয়ে দিলেন। করোনা সংকটের কারণে অর্থ সংকট দেখা দেওয়ায় সরকার এই সিদ্ধান্তে উপনীত হয়েছে। শুধুমাত্র আত্মনির্ভর ভারত প্রকল্পের আয়ত্তায় প্রধানমন্ত্রীর গবীব কল্যাণ যোজনা জারী থাকবে।

40072 nirmala

স্থগিত থাকছে নতুন স্কিম চালু
করোনার জেরে লকডাউনের মধ্যে সরকার একটি বড় সিদ্ধান্ত নিয়েছে। FY20-21-এ স্বীকৃতি প্রাপ্ত সব স্কিমেই জারী হল স্থগিতের নির্দেশিকা। নতুন নিয়মের কারণে এসএফসির ৫০০ কোটি টাকার নতুন স্কিম স্থগিত থাকছে। শিক্ষা বিভাগেও স্থগিত থাকছে কিছু নতুন নিয়ম জারী। ৪ ই জুন কেন্দ্রীয় অর্থ মন্ত্রালয়ের থেকে এই নির্দেশিকা জারী করা হয়েছে। আগামী ২০২১ সালের মার্চ মাস অবধি কোন নতুন স্কিম চালু করা হবে না। আগামী ৩০ শে জুনের মধ্যে সমস্ত তালিকা প্রস্তুত করে জমা দিতেও বলা হয়েছে।

দেশকে হতে হবে আত্মনির্ভর
দেশকে আত্মনির্ভর করে গড়ে তুলতে সরকার ২০ লক্ষ কোটি টাকার প্যাকেজের ঘোষণা করেছে। মোদী সরকার এক চিঠিতে জানিয়েছেন, ভারত করোনা মোকাবিলার পাশাপাশি বিশ্বের সামনে অর্থনীতি পুনরুদ্ধারের ভিত্তি স্থাপন করবে। সরকার ঘোষিত এই অর্থের মাধ্যমে দেশের প্রতিটি নাগরিক, কৃষক, ছোট ব্যবসায়ী সকলেই আত্মনির্ভর হতে পারবে। নিজের চেষ্টায় কিছু করে দেখাতে পারবে।

Smita Hari

সম্পর্কিত খবর