বাংলা হান্ট ডেস্ক: বিবাহের অনুষ্ঠান মানেই তা নিয়ে সবসময় একটা আলাদা আগ্রহ থাকে সকলের মধ্যে। কিন্তু, মাঝে মাঝে এই অনুষ্ঠানই এমন সব ঘটনার জন্য খবরের শিরোনামে উঠে আসে যা রীতিমতো চমকে দেয় সবাইকে। সম্প্রতি ঠিক এইরকমই এক ঘটনা ঘটেছে।
মধ্যপ্রদেশের উজ্জয়নে একটি বিয়ে বর্তমানে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। সেখানে একজন ৮৫ বছরের বৃদ্ধ ৩৮ বছর বয়সী এক মহিলাকে বিয়ে করে সাড়া ফেলে দিয়েছেন। তবে এই বিবাহকে কেন্দ্র করে দু’জনেই মিডিয়ার থেকে দূরত্ব বজায় রেখেছিলেন।
উজ্জয়নের বাসিন্দা ৮৫ বছরের সুধাকর ভিডিও সাক্ষাৎকারে অনিচ্ছুক থাকলেও তিনি জানিয়েছেন, যে মহিলাকে তিনি বিয়ে করেছেন সেই মহিলা তাঁর সাথে কাজ করতেন। ওই মহিলার সরলতা তাঁর এতটাই ভালো লেগেছিল যে কখন তিনি প্রেমে পড়ে যান তা টেরও পাননি সুধাকর। এরপর দু’জনেই বিয়ের সিদ্ধান্ত নেন।
পাশাপাশি, বয়সের বিরাট পার্থক্য প্রসঙ্গে প্রশ্ন করলে তিনি জানান যে, “যেখানে প্রেম আছে সেখানে বয়সের বাধা কোথায় আসে! এখন আমাদের একটাই জীবন।” যেহেতু, তাঁরা একে অপরের থেকে আলাদা থাকতে পারেন না, তাই বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছেন। এছাড়াও, তিনি আরও জানিয়েছেন যে, “দুনিয়া যাই বলুক না কেন, আমরা দু’টি আত্মা সবসময় এক।”
অপরদিকে, মহিলাটি জানিয়েছেন যে আমি কেবল এই “নবযুবক”-এর (৮৫বছর বয়সী) আচরণ পছন্দ করেই তাঁকে বিয়ে করছি। অন্যদিকে, সুধাকর অত্যন্ত খুশি জীবনসঙ্গিনী পেয়ে। এই প্রসঙ্গে তিনি বলেছেন যে, এখন তাঁর জীবনের সমস্ত সুখ-দুঃখ ভাগাভাগ করতে পারবেন তিনি। এছাড়াও, বিয়ের পর সুধাকর মুম্বই বেড়াতে যাবেন বলেও জানিয়েছেন।
এখানেই না থেমে তিনি স্পষ্টভাবে বলেছেন আপনারা এটাকে “হানিমুন” হিসেবেও ধরে নিতে পারেন। এদিকে, এই ঘটনায় এডিএম সন্তোষ কুমার ঠাকুর জানান যে, দু’জনেই বিশেষ বিবাহ আইনে বিয়ে করেছেন। পাশাপাশি তাঁরা দু’জনেই উজ্জয়ন শহরের বাসিন্দা বলেও জানা গিয়েছে।
‘ভারত আজ পর্যন্ত অলিম্পিকে সোনা পায়নি …’ ভরা মঞ্চে বেফাঁস মমতা