‘Parle-G জি না খেলে ঘটবে বড় অঘটন!’, গুজবের জেরে ৫ টাকার প্যাকেট বিক্রি হল ৫০ টাকায়

বাংলাহান্ট ডেস্কঃ ‘পারলে জি (Parle-G) না খেলে ঘটতে পারে কোন অপ্রীতিকর ঘটনা’, এমন গুজবে কান দিয়ে ভাত-রুটি বন্ধ করে পারলে জি খেয়েই দিন কাটাচ্ছেন বিহারের (bihar) মানুষজন। বিহারের সীতামরিতে এমনই ঘটনাই ঘটতে দেখা যাচ্ছে। যেখানকার বাসিন্দারা ভাত-রুটি খাওয়ার বদলে দিনরাত শুধু পারলে জি বিস্কুটই খাচ্ছেন।

বিহারের জিতিয়া উৎসবের সঙ্গে এই ঘটনা যুক্ত রয়েছে। গুজব রটেছে, যদি ছেলেরা এই জিতিয়া উৎসবে পারলে জি বিস্কুট খেতে অস্বীকার করেন, তাহলে ভবিষ্যতে তাঁদের কোন অপ্রীতিকর ঘটনার মধ্যে পড়তে হতে পারে। কিছু খারাপ ঘটতে পারে তাঁদের সঙ্গে।

parle g

প্রতি বছর বিহারে জিতিয়া উৎসব পালিত হয়। যেখানে মায়েরা তাঁদের সন্তানদের মঙ্গল কামনা করে, ২৪ ঘন্টা উপবাস করে এই ব্রত পালন করে। কিন্তু প্রত্যেক বছর এই উৎসব স্বাভাবিক ভাবে পালিত হলেও, এবছর কিছুটা গুজব ছড়িয়ে পড়ে এই উৎসবকে কেন্দ্র করে। যেখানে মানুষের মধ্যে পারলে জি খাওয়ার ধুম উঠে গেছে।

দেখা যাচ্ছে এই গুজব বরগানিয়া, ধেহ, নানপুর, বাজপট্টি, মেজরগঞ্জ জেলায় ছড়িয়ে পড়েছে। সেখানকার স্থানীয় প্রশাসন সাধারণ মানুষকে বুঝিয়েও কোন সুরাহা করতে পারেনি। এই গুজবকে মেনে নিয়ে তাঁরা অন্যান্য সমস্ত কিছু খাওয়া বাদ দিয়ে বর্তমানে পারলে জি খেয়েই দিন কাটাচ্ছেন।

iska time aa gaya hai parle g is back

এবিষয়ে এক দোকানদার জানিয়েছেন, ‘এই সময় পারলে জির চাহিদা এত বেড়ে গিয়েছে, যে দোকানে মাল আনতেই তা শেষ হয়ে যাচ্ছে। এই সুযোগে আবার অনেকে কালোবাজারি করে ৫ টাকার বিস্কুট ৫০ টাকায়ও বিক্রি করছে’।

Smita Hari

সম্পর্কিত খবর