দেশভাগের উদ্দেশ্য বিজেপির, মানুষে মানুষে বিভাজন চাইছে ওরা, দাবি তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের

বাংলা হান্ট ডেস্কঃ  সিএএ-এনআরসি নিয়ে বাংলায় লাগাতার আন্দোলন চলছে, তার মধ্যে সম্প্রতি বিধানসভায় সিএএ বিরোধী প্রস্তাবও পাস হয়ে গিয়েছে । এই আবহে উত্তর ২৪ পরগনার এক অনুষ্ঠানের গিয়ে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার । তিনি বলেছেন, তিনি বুঝতে পারছেন না যে, বিজেপি কি চাইছে আসলে! বিজেপি কী সত্যিই রাজনীতি করছে নাকি দেশটাকে ভার করতে চাইছে? মানুষে মানুষে বিভাজন করতে এসেছে বিজেপি, দাবি কাকলির ।

827757 393924 kakoli ghosh dastidar

এর আগে এনআরসি-সিএএ বিরোধিতায় পথে নেমেছিল এ রাজ্যের শাসকদল৷ প্রতিটি জেলার মহাকুমায় সিএএ আইনের বিরোধিতা করে শান্তিপূর্ণ মিছিল করার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেইমত বারাসতের চাঁপাডালির মোড় থেকে ময়না পর্যন্ত প্রতিবাদ মিছিলের আয়োজন করে উত্তর ২৪ পরগণা জেলা তৃণমূল নেতৃত্ব। মিছিলে পা মিলিয়েছিলেন সাধারণ মানুষ,কর্মী ও দলীয় সমর্থকরা । সেই সঙ্গে উপস্থিত ছিলেন বারাসতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার৷ শাঁখ বাজিয়ে মিছিলের আরম্ভ করেছিলেন তিনি ।

এদিনও কেন্দ্রীয় সরকারেরও কড়া সমালোচনা করেন কাকলি ঘোষ দস্তিদার । এবং তিনি বলেন, কে কি পোশাক পরে, কার কি খাদ্যাভ্যাস, সে সব নিয়ে এরা মানুষে মানুষে বিভাজনে সৃষ্টি করছে । কেন্দ্রীয় সরকারের মন্ত্রীরা পরস্পর বিরোধী কথা বলছেন৷ প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী বা অন্যান্য মন্ত্রীরা যে সব কথা বলছেন, তাতে আমরা বিভ্রান্ত হয়ে পড়েছি।

সিএএ-র বিরোধিতায় প্রথম থেকেই সরব হয়েছে বাংলার শাসকদল। এ রাজ্যের জেলায় জেলায় প্রতিবাদে মিছিলে সামিল হচ্ছেন তৃণমূলের নেতা-নেত্রীরা । বারাসতের তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার শুধু প্রতিবাদ মিছিল তো আগেই করেছিলেন এবার এক অনুষ্ঠানে গিয়ে সেখানে মোদি সরকারকে তুলোধনা করলেন তিনি

 

সম্পর্কিত খবর