বাংলাহান্ট ডেস্কঃ মার্কিন সেনা সরিয়ে নেওয়ার পর থেকেই, ধীরে ধীরে গোটা আফগানিস্তান গ্রাস করতে থাকে তালিবানরা। অবশেষে রাজধানী কাবুল হস্তগত করে, ২০ বছর পর আফগান মসনদে বসে তালিবান জঙ্গিরা। তবে তালিবানদের সঙ্গে গুলি খরচ না করেই আত্মসমর্পণ করে দেয় আফগান সেনাবাহিনী।
বিগত ২০ বছর ধরে আফগান সেনাবাহিনীর প্রছনে প্রায় ৮৩ আরব ডলার/ ৬.১৭ লক্ষ কোটি টাকা খরচ করেছিল সুপার পাওয়ার আমেরিকা (america)। কিন্তু আফগান সেনাদের তৈরি করেও, সঠিক সময়ে রুখে দাঁড়াতে পারল না তাঁরা। তালিবানদের সামনে তাসের ঘরের মত হাওয়ায় ভেঙে পড়ল আফগানবাহিনী, বিনা যুদ্ধেই আত্মসমর্পণ করল তালিবানি জঙ্গিদের কাছে।
বর্তমান সময়ে দেখা যাচ্ছে মার্কিন মুলুকের সেই সমস্ত সাহায্য এবার তালিবানরা পেতে চলেছে। শুধুমাত্র আফগানিস্তান দখলই নয়, সেইসঙ্গে আফগান সেনাদের দেওয়া মার্কিন অস্ত্র, গোলাবারু, এমনকি যুদ্ধের হেলিকপ্টার সবই এখন তালিবানদের দখলে।
দীর্ঘ ২০ বছর ধর প্রচেষ্টার পরও আফগান সেনা এবং পুলিশকে শক্তিশালী না করতে পারায়, আমেরিকার ব্যর্থতা নিয়ে এবার দীর্ঘদিন ধরে আলোচনা চলবে। তবে এটা স্পষ্ট যে, ইরাকে আমেরিকার সঙ্গে যে ঘটেছিল, আফগানিস্তানের বিষয়টা তার থেকে বিশেষ কিছু আলাদা নয়। প্রকৃতপক্ষে আফগান সেনা দুর্বল ছিল এবং তাঁদের কাছে যুদ্ধের মানসিকতা ছিল না।
২০০১ সাল থেকে আফগানিস্তানে যুদ্ধ দেখছেন এবং প্রতিরক্ষা সচিব হিসেবে নিযুক্ত থাকা ক্রিস মিলার জানিয়েছেন, ‘আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের পর আফগান সেনারা বুঝতে পারে, তাঁরা একা হয়ে যাচ্ছে। আর এই সময়ই তাঁদের মনোবল ভেঙে যায়’। অন্য বিশেষজ্ঞদের ধারণা, আফগান সেনাদের নির্মাণ এবং প্রস্তুতি সম্পূর্ণ নির্ভর করেছিল আমেরিকার উপর।