বাংলাহান্ট ডেস্কঃ চীন ছাড়িয়ে করোনা ভাইরাস (COVID-19) ছড়িয়ে পড়েছে সমগ্র বিশ্বে। ধীরে ধীরে মহামারির আকার নিচ্ছে এই রোগ। সমগ্র বিশ্বে এখনও অবধি প্রায় ২৭৬১০৪ মানুষ আক্রান্ত হয়েছেন এবং প্রাণ হারিয়েছেন প্রায় ১১৪০২ জন। ভারতে এই মুহুর্তে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৫০ এবং মৃতের সংখ্যা ৫। দেশ জুড়ে আতঙ্ক সৃষ্টিকারী করোনা ভাইরাসের আঁতুড় ঘর চীন এখন অনেকটা সুস্থ। চীনকে টেক্কা দিয়ে এখন এগিয়ে গেছে ইটালি।
আমেরিকার (America) রাস্ট্রপতি এই মুহূর্তে করোনা ভাইরাস বিষয়ে চীনের দিকে অঙ্গুলি নির্দেশ করছে। হোয়াইট হাউস থেকে তিনি বলেছেন, ‘চীনের পক্ষ থেকে গোপন রাখা করোনা ভাইরাসের দাম এখন সমগ্র বিশ্বকে দিতে হচ্ছে। করোনা ভাইরাসের জন্য চীনই প্রধান দোষী। চীন যদি প্রথমেই এই রোগের বিষয়ে সকলকে জানাত, তাহলে আরও আগে এই রোগের বিরুদ্ধে প্রতিরোধক ব্যবস্থা নেওয়া যেত’। এর আগেও কিন্তু মার্কিন রাস্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প করোনা ভাইরাস প্রসঙ্গে চীনকে দোষী বলেছিল। তিনি এই ভাইরাসের নাম দিয়েছিলেন ‘চিনী ভাইরাস’। এই ঘটনার ফলে চীন ক্ষিপ্ত হয়ে সেখানে মার্কিন সংবাদ মাধ্যমের প্রবেশে বাঁধা দিয়েছিল।
মারণরোগ করোনা ভাইরাসের ফলে সমগ্র বিশ্ব এখন আতঙ্কে রয়েছে। এখনও অবধি ইটালিতে এই রোগের ফলে বলি হয়েছেন প্রায় ৩৪ হাজার মানুষ, যা বহু আগেই চীনকে ছাড়িয়ে গেছে। আমেরিকায় এই রোগে আক্রান্তের সংখ্যা ১৫ হাজারেরও বেশি এবং মৃতের সংখ্যা ২৫০। ডোনাল্ড ট্রাম্প আমেরিকায় ন্যাশানাল এমারজেন্সি ঘোষণা করেছেন। এবং এর পাশাপাশি নিজেকে যুদ্ধকালীন রাস্ট্রপতি হিসাবেও ঘোষণা করেন।
ভারতেও নরেন্দ্র মোদী এই জরুরিকালীন অবস্থায় সাধারণ মানুষকে সতর্ক থাকতে বলেছেন। করোনা পরিস্থিতি মোকাবিলা করার জন্য দিকে দিকে স্কুল, কলেজ, অফিস, আদালত, সিনেমা হল, শপিং মল এবং বিভিন্ন জনবহুল প্রতিষ্ঠান সরকারী পক্ষ থেকে বন্ধ রাখা হয়েছে। শুধুমাত্র প্রয়োজন ছাড়া সাধারণ মানুষকে ঘর থেকে বেরোতে বারণ করা হয়েছে। আগামি কাল অর্থাৎ ২২ শে মার্চ সমগ্র ভারতব্যাপী জনতা কার্ফুর ডাক দিয়েছেন মোদী সরকার। সকাল ৭ টা থেকে রাত ৯ টা অবধি কোন মানুষকেই ঘর থেকে বেরোতে নিষেধ করা হয়েছে। করোনা পরিস্থিতি সামাল দিতে এখন একজোট হয়েছে কেন্দ এবং রাজ্য।