বাংলাহান্ট ডেস্কঃ বাংলার (west bengal) সরকারের দিকে এবার সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে বিশ্ব ব্যাংক (World Bank)। রাজ্যে মহিলাদের ক্ষমতায়নে নেওয়া, এমন কিছু প্রকল্পে অর্থ সাহায্য করতে পারে বিশ্ব ব্যাংক, এমনটা খবর পাওয়া যাচ্ছে। ইতিমধ্যেই কন্যাশ্রী, রূপশ্রীর মতো প্রকল্পগুলো বিশ্বের দরবারে স্বীকৃতি পাওয়ার পাশাপাশি পেয়েছে একাধিক আন্তর্জাতিক সম্মানও। এবার এইসমস্ত প্রকল্পগুলোর দিকে সাহায্যে হাত বাড়িয়ে দিচ্ছে বিশ্ব ব্যাংক।
বাংলায় একাধিক প্রকল্পের সূচনা করেছে রাজ্য সরকার। যার বেশিভাগটাই রয়েছে মহিলাদের জন্য। কন্যাশ্রী, রূপশ্রী থেকে শুরু করে, বিধবাভাতা, এখন তো স্বাস্থ্যসাথী প্রকল্পের কার্ডও করা হয়েছে মহিলাদের নামে। এরপর আবার সরকার ঘোষণা করেছে ‘লক্ষী ভান্ডার প্রকল্প’। এই প্রকল্পের আয়ত্তাধীন তপশিলি জাতি উপজাতি মহিলারা পাবেন মাসে ১০০০ টাকা করে এবং সাধারণ ক্যাটাগরির মহিলারা পাবেন মাসে ৫০০ টাকা করে।
মহিলাদের স্বার্থে চালু করা এই সমস্ত প্রকল্পগুলোর জন্য রাজ্যকে এবার থেকে আর্থিক সাহায্য করতে পারে বিশ্ব ব্যাংক, এমনটাই জানা গিয়েছে। সূত্রের খবর, মহিলাদের সামাজিক সুরক্ষার জন্য ‘উইমেনস এমপাওয়ারমেন্ট অ্যান্ড ইনক্লুসিভ সোশ্যাল প্রোটেকশন প্রোগ্রাম’-এ প্রায় সাড়ে ১২ কোটি মার্কিন ডলার সাহায্য পেতে পারে বাংলার সরকার।
প্রসঙ্গত, বেশ কয়েকবছর ধরে দেশের গড় বৃদ্ধির হারকে হার মানিয়েছে রাজ্যের অর্থনৈতিক বৃদ্ধি। ২০১৭-১৮ সালে দেশের অর্থনৈতিক বৃদ্ধির হার ছিল ৭.২ শতাংশ এবং রাজ্যের পরিমাণ ছিল ৮.৯ শতাংশ। আবার ২০১৮-১৯ সালে দেশের অর্থনৈতিক বৃদ্ধির পরিমাণ ছিল ৬.৮ শতাংশ এবং সেখানে বাংলার অর্থনৈতিক বৃদ্ধির হার ছিল ১২.৬ শতাংশ।