ওদের মুখ গোবর ও গোমূত্র দিয়ে ভর্তি, বিজেপিকে আক্রমণ করে বললেন উদ্ধব ঠাকরে

Bangla Hunt Desk: মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী তথা শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে (uddhav thackeray) আবারও সর্বসমক্ষে বিজেপিকে (Bharatiya Janata Party) আক্রমণ করলেন। দশেরা উপলিক্ষে এক সভার মঞ্চ থেকে বিজেপিকে আক্রমণ করতে গিয়ে উল্টে হিন্দু ধর্মের নিন্দা করে ফেললেন। স্যোশাল মিডিয়ায় প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গেই তাঁর এই ভিডিও ভাইরাল (video viral) হয়ে যায়।

বিজেপিকে কটাক্ষ উদ্ধব ঠাকরের
বিজেপিকে আক্রমণ করতে গিয়ে বামপন্থী ও মৌলবাদীদের ধরণে হিন্দু ধর্মকে অপমান করতে ‘গো মূত্র’ এবং ‘গোবর’ শব্দের ব্যবহার করেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। এই ভিডিও ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গেই ট্যুইটার ব্যবহারকারীরা মন্তব্য করেছেন, বিজেপিকে কটাক্ষ করতে গিয়ে তথাকথিত রামভক্ত নিজেই গোমূত্রের মজা করেছেন।

Uddhav thackeray 770x433 1

উদ্ধব ঠাকরের বক্তব্য
ভিডিও তে দেখা যায় উদ্ধব ঠাকরে বলছেন, ‘যে সকল ব্যাক্তিরা আমাদের সরকারের উপর প্রশ্ন তুলছে, তাদের মুখ গোবর এবং গোমূত্র দিয়ে ভর্তি রয়েছে। তারা এখন আমাদের নোংরা করার জন্য আমাদের দিকে গোবর ছুঁড়ে দেওয়ার চেষ্টা করছে। এখানে এমন লোক রয়েছে যাদের কাপড় গোবর এবং গোমূত্র দিয়ে পরিপূর্ণ রয়েছে। তবে আমরা একদম পরিষ্কার আছি। কোন নোংরা নেই আমাদের গায়ে’।

https://twitter.com/erbmjha/status/1320399139914444802

প্রসঙ্গত, গোবর এবং গোমূত্র হিন্দু ধর্মের মানুষদের কাছে পবিত্র একটি উপাদান। এই উপাদান আবার চিকিৎসা ক্ষেত্রেও ব্যবহার করা হয়। তবে বেশিরভাগ সময় দেখা যায়, বামপন্থী ও মৌলবাদীরা এই গোমূত্র নিয়ে হিন্দু ধর্মকে আঘাত করার চেষ্টা করে। এদিন শিবসেনার মন্তব্যেও এই বামপন্থী ও মৌলবাদীদের মতই সুর শোনা গেল।


Smita Hari

সম্পর্কিত খবর