চূড়ান্ত হল নাম! T20 বিশ্বকাপে টিম ইন্ডিয়ার হয়ে খেলবেন এই ১২ জন

বাংলা হান্ট ডেস্ক: চলতি বছরের IPL (Indian Premier League) শুরু হতে আর বেশি বাকি নেই। আগামী ২২ মার্চ থেকে শুরু হতে চলেছে এই মেগা টুর্নামেন্ট। তবে, IPL-এর পর্ব শেষ হলেই শুরু হয়ে যাবে T20 বিশ্বকাপের লড়াই (ICC Men’s T20 World Cup)। এমতাবস্থায়, T20 বিশ্বকাপের মঞ্চে ভারতীয় দলে কোন কোন প্লেয়ার থাকবেন সেই বিষয়ে ইতিমধ্যেই ক্রিকেট অনুরাগীদের মধ্যে বিভিন্ন জল্পনার সূত্রপাত ঘটেছে। পাশাপাশি বিষয়টির পরিপ্রেক্ষিতে চলছে জোরকদমে আলোচনাও।

এমতাবস্থায়, সামগ্রিক দিক বিচার করে টিম ইন্ডিয়ার ১৫ সদস্যের স্কোয়াডের মধ্যে প্রায় ১২ জন খেলোয়াড়ের নাম নিশ্চিত ভাবে উঠে আসছে। যদিও বাকি ৩ জন খেলোয়াড়ের নাম IPL-এর পারফরম্যান্সের ভিত্তিতে নির্ধারিত হবে বলেও অনুমান করা হচ্ছে। তবে, টিম ইন্ডিয়ার চূড়ান্ত প্লেয়ারদের তালিকা এখনও BCCI-এর তরফে নির্দিষ্ট করা হয়নি। এমতাবস্থায়, চলুন জেনে নিই ভারতীয় দলের স্কোয়াড ঠিক কি রকম হতে চলেছে?

এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, এবারের IPL ভারতীয় খেলোয়াড়দের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হবে। এর কারণ হল, IPL-এর মঞ্চে তাঁদের পারফরম্যান্সের ভিত্তিতে অন্তর্ভুক্তি ঘটতে পারে T20 বিশ্বকাপের দলে। উল্লেখ্য যে, ইতিমধ্যেই BCCI সেক্রেটারি জয় শাহ স্পষ্ট করেছেন যে, T20 বিশ্বকাপে ভারতীয় দলের হয়ে অধিনায়কত্ব করবেন রোহিত শর্মা।

These 12 Players will play for Team India in T20 World Cup

এই ১৫ জন থাকতে পারেন স্কোয়াডে: মূলত, ভারতের সম্ভাব্য টিমে যাঁরা যাঁরা অন্তর্ভুক্ত হতে পারেন তাঁরা হলেন রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, রিঙ্কু সিং, ধ্রুব জুরেল, লোকেশ রাহুল, রবীন্দ্র জাদেজা, হার্দিক পান্ডিয়া, কুলদীপ যাদব, রবি বিষ্ণোই, জশপ্রীত বুমরাহ, মোহাম্মদ সিরাজ, অর্শদীপ সিং।

আরও পড়ুন: ষাঁড়ের সাথে সংঘর্ষ বন্দে ভারতের! ক্ষতিগ্রস্ত ট্রেনের সামনের অংশ, ঘটল বড় দুর্ঘটনা

এই ৩ জন রয়েছেন নজরে: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, উপরিউক্ত স্কোয়াডে থাকা সদস্যদের মধ্যে ধ্রুব জুরেল, রবি বিষ্ণোই এবং অর্শদীপ সিং-য়ের IPL পারফরম্যান্সের দিকে নজর থাকবে নির্বাচকদের। কারণ, এক্ষেত্রে ধ্রুব জুরেলের পরিবর্তে সঞ্জু স্যামসনও সুযোগ পেতে পারেন। এর পাশাপাশি রবি বিষ্ণোইর পরিবর্তে সুযোগ পেতে পারেন ওয়াশিংটন সুন্দর। এছাড়াও, অর্শদীপ সিংয়ের পরিবর্তে অন্যান্য বোলারও সুযোগ পেতে পারেন।

আরও পড়ুন: পন্থকে “ফিট” ঘোষণা BCCI-এর! IPL-এ এবার চলবে ঋষভের দাপট, T20 বিশ্বকাপেও রয়েছে খেলার সুযোগ

উল্লেখ্য যে, T20 ওয়ার্ল্ড কাপের ক্ষেত্রে ১ মে-র মধ্যে চূড়ান্ত টিম জানিয়ে দিতে হবে। যেটিতে বদল করা যাবে ২৫ মে পর্যন্ত। এদিকে, চলতি বছরের IPL ফাইনাল হতে চলেছে ২৬ মে। এমতাবস্থায়, IPL ফাইনালের একদিন আগেই চূড়ান্ত হয়ে যাবে T20 ওয়ার্ল্ড কাপের টিম। আর সেই কারণেই ২০২৪-এর IPL ভারতীয় খেলোয়াড়দের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হবে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর