গ্রাহকদের আর নেই চিন্তা! এবার FD-তে বিপুল হারে সুদ প্রদান করছে বন্ধন ব্যাঙ্ক, জেনে নিন নতুন রেট

বাংলা হান্ট ডেস্ক: ভবিষ্যতের কথা মাথায় রেখে আর্থিকভাবে সুরক্ষিত থাকতে অনেকেই ব্যাঙ্কে FD অর্থাৎ Fixed Deposit-এর মাধ্যমে অর্থ জমা করেন। এক্ষেত্রে, নিরাপদ জায়গায় অর্থ সঞ্চিত থাকার পাশাপাশি ব্যাঙ্কের কাছ থেকে মেলে নির্দিষ্ট সুদের হারও। যার ফলে লাভবান হন গ্রাহকেরা। মূলত বিভিন্ন ব্যাঙ্কের ক্ষেত্রে Fixed Deposit-এর সুদের হারে তারতম্য পরিলক্ষিত হয়।

তবে, এবার একটি বড়সড় তথ্য সামনে এসেছে। জানা গিয়েছে যে, বন্ধন ব্যাঙ্ক তার গ্রাহকদের জন্য Fixed Deposit-এর ক্ষেত্রে ৭.৮৫ শতাংশ পর্যন্ত সুদ দিচ্ছে। বর্তমান প্রতিবেদনে আমরা এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য উপস্থাপিত করছি। মূলত, ডোমেস্টিক এবং নন রেসিডেন্ট সেভিংস অ্যাকাউন্টের ক্ষেত্র এই ব্যাঙ্ক গ্রাহকদের জন্য গত মার্চ মাস থেকেই সুদের হার বৃদ্ধি করেছে।

This bank is paying huge interest on FD

এদিকে, সুদের হারে বৃদ্ধির পর, বন্ধন ব্যাঙ্ক তার গ্রাহকদের ১ লক্ষ টাকা পর্যন্ত সঞ্চিত অর্থের ওপরে ৩ শতাংশ সুদ দিচ্ছে। পাশাপাশি, সংশ্লিষ্ট ব্যাঙ্ক তার গ্রাহকদের ১ লক্ষ থেকে ১০ লক্ষ টাকার সঞ্চিত অর্থের ক্ষেত্রে ৬ শতাংশ সুদ দিচ্ছে। এছাড়াও, ১০ লক্ষ থেকে ২ কোটি টাকার ক্ষেত্রে ৬.২৫ শতাংশ সুদ এবং ২ কোটি থেকে ১০ কোটি টাকার মধ্যে ব্যাঙ্কটি ৬.৫০ শতাংশ সুদ দিচ্ছে।

আরও পড়ুন: Axis Bank-এর গ্রাহকদের জন্য বড়সড় সুখবর! এবার FD-তে লাফিয়ে বৃদ্ধি পেল সুদের হার

এবারে আসি, এই ব্যাঙ্কের বাল্ক ডিপোজিটের প্রসঙ্গে। এক্ষেত্রে বন্ধন ব্যাঙ্কের সুদের হার অনেকটাই বেশি রয়েছে। মূলত বিভিন্ন নির্দিষ্ট সময়সীমার মধ্যে এবং নির্দিষ্ট অ্যামাউন্টের উপর ভর করে এক্ষেত্রে বিভিন্ন সুদের হার উপলব্ধ করা হয়। যেমন ৭ থেকে ১৫ দিনের জন্য ২ কোটি থেকে শুরু করে ১০ কোটি পর্যন্ত, অথবা ১০ কোটি থেকে ২৫ কোটির কম কিংবা ২৫ কোটি থেকে শুরু করে ৫০ কোটির কম এবং ৫০ কোটি টাকার বেশি বাল্ক ডিপোজিটের ক্ষেত্রে সুদের হার হল ৪.৫০ শতাংশ।

আরও পড়ুন: হয়ে যান সতর্ক! এবার এই কারণে ৪ টি ব্যাঙ্ককে বড় জরিমানা করল RBI, আপনার অ্যাকাউন্ট নেই তো?

ঠিক সেইরকমই “উইদআউট প্রিমেচিওর পেমেন্ট ফেসিলিটি”-র ক্ষেত্রে ৩৬৫ দিন এবং ৩৬৬ দিনের সময়সীমার জন্য ২ কোটি থেকে শুরু করে ১০ কোটি পর্যন্ত, অথবা ১০ কোটি থেকে ২৫ কোটির কম কিংবা ২৫ কোটি থেকে শুরু করে ৫০ কোটির কম এবং ৫০ কোটি টাকার বেশি বাল্ক ডিপোজিটের ক্ষেত্রে সুদের হার হল ৭.৮৫ শতাংশ। জানিয়ে রাখি যে, এই সুদের হার ইতিমধ্যেই গত ১৪ অগাস্ট ২০২৩ থেকে লাগু হয়ে গিয়েছে বলে জানা গিয়েছে।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর