বাংলা হান্ট ডেস্ক: এবার চিনের (China) চিন্তা বৃদ্ধি করল Google। ইতিমধ্যেই Google প্রতিটি দেশে কর্মী ছাঁটাই করছে। প্রথমেই নিজের সদর দফতর থেকে ছাঁটাইয়ের পর্ব শুরু করে ওই সংস্থা। এরপর ভারত থেকে প্রায় ৪০০ জনকে ছাঁটাই করা হয়। তবে, এবার চিনের পালা এসেছে। জানা গিয়েছে, Google ইতিমধ্যেই চিনে বহু কর্মী ছাঁটাই করেছে।
সংস্থার উদ্দেশ্য কি: এই প্রসঙ্গে পেনডেলির রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে যে, সংস্থার লক্ষ্য হল “স্যালারি স্ট্যান্ডার্ডকে পুনরায় সেট করা এবং সামগ্রিক দক্ষতার উন্নতির সাথে অপারেটিং খরচ কমানো।” রিপোর্ট অনুসারে, কর্মীদের ক্ষতিপূরণের মধ্যে স্টক, বার্ষিক ছুটির ছাড় এবং নগদ ও মেডিক্যাল ইন্স্যুরেন্স সহ রয়েছে ৩০,০০০ ইউয়ান (৪,৩৩৯ ডলার)। এদিকে, এই সুবিধাগুলি শুধুমাত্র ১০ মার্চের আগে কোম্পানি ছেড়ে যাওয়ার ক্ষেত্রে একটি চুক্তি স্বাক্ষরের মাধ্যমে পাওয়া যেতে পারে।
১০০ টি রোবটও সরানো হয়েছে: এছাড়াও, Google ছাঁটাই করা কর্মচারীদের জন্য তিন মাসের বাফার পিরিয়ড প্রদান করেছে। যে সময়ে তাঁরা কাজ করতে না পারলেও যথারীতি অর্থ প্রদান করা অব্যাহত থাকবে। গুগলের মূল কোম্পানি অ্যালফাবেট সম্প্রতি ১২,০০০ কর্মীকে ছাঁটাই করেছে। শুধু তাই নয়, ১০০ টি রোবটকেও ছাঁটাই করা হয়েছে। যেগুলি Google-এর সদর দফতরে ক্যাফেটেরিয়া পরিষ্কারের কাজ করত।
এদিকে, গত ২০ জানুয়ারি, Google-এর CEO সুন্দর পিচাই কর্মচারীদের কাছে একটি চিঠিতে নিশ্চিত করেছেন যে, বিশ্বব্যাপী প্রায় ১২,০০০ কর্মী ছাঁটাই করা হবে। এমতাবস্থায়, Google-এর একাধিক কর্মী তাঁদের দুর্দশার কথা তুলে ধরে লিঙ্কডইনে বিভিন্ন বিষয় উপস্থাপিত করেন।
পাশাপাশি, ছাঁটাই প্রক্রিয়া “এলোমেলোভাবে” করা হচ্ছে তা অস্বীকার করে, অ্যালফাবেট এবং Google-এর সিইও সুন্দর পিচাই জানিয়েছেন যে, তিনি কর্মী সংখ্যা হ্রাস করার জন্য “গভীরভাবে দুঃখিত”। মূলত, বিশ্বব্যাপী মন্দার আশঙ্কার আবহে সমস্ত ধরণের কোম্পানি কমবেশি প্রভাবিত হয়েছে। এমতাবস্থায়, Google-এর মূল কোম্পানিতেও ছাঁটাই কার্যত প্রত্যাশিত ছিল।