বাংলা হান্ট ডেস্কঃ একাধিক গুরুত্বপূর্ণ ক্রিকেটারকে আসন্ন নিউজিল্যান্ড সিরিজে বিশ্রাম দিয়েছে ভারত। বিসিসিআইয়ের তরফ থেকে বিশ্রাম দেওয়া হয়েছে ভারতের দুই সেরা পেসার মহম্মদ শামি এবং যশপ্রীত বুমরা-কেও। টেস্ট ক্রিকেটে দুজনেই খুব সফল। বিশেষ করে ভারতের তুলনামূলক মন্থর পিচে রিভার্স সুইং-কে কাজে লাগিয়ে ব্যাটসম্যানদের মাথাব্যথার কারণ হয়ে ওঠেন মহম্মদ শামি।
টেস্ট ক্রিকেটে শামি-র পরিসংখ্যানও চোখে পড়ার মতো। এখনও অবধি মোট ৫৪ টি টেস্ট খেলে ফেলেছেন ভারতীয় পেসার। তার মোট উইকেট সংখ্যা ১৯৫। ২৭.৬ গড়ে ৩.২৯ ইকোনমিতে বোলিং করে থাকেন তিনি। তবে তা সত্ত্বেও তার ভবিষ্যত পুরোপুরি নিশ্চিত নয়। কারণ, বিরাট কোহলির নজরে রয়েছেন এমন এক তারকা যিনি ভবিষ্যতে কেড়ে নিতে পারেন শামির জায়গা।
এখানে বলা হচ্ছে মহম্মদ সিরাজের কথা। বিরাট কোহলির প্রিয়পাত্র তিনি। ইতিমধ্যে ৯ টি টেস্ট ম্যাচ খেলে ফেলেছেন সিরাজ। মোট ৩০ টি উইকেট তুলে ফেলেছেন এই পেসার। বোলিং গড় তার আর শামির প্রায় সমান হলেও, ইকোনমির দিক দিয়ে এগিয়ে সিরাজ। সাধারণত বুমরা, ইশান্ত, শামির উপস্থিতিতে খুব একটা সুযোগ পান না তিনি, তবে এই সিরিজে নিজেকে প্রমাণ করতে মরিয়া থাকবেন।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় টেস্ট স্কোয়াড:
অজিঙ্কা রাহানে (অধিনায়ক), চেতেস্বর পূজারা, সূর্যকুমার যাদব, ময়ঙ্ক আগরওয়াল, শুভমান গিল, শ্রেয়স আইয়ার, ঋদ্ধিমান সাহা (উইকেটরক্ষক), শ্রীকর ভরত (উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, রবি অশ্বিন, অক্ষর প্যাটেল, জয়ন্ত যাদব, ইশান্ত শর্মা, উমেশ যাদব, মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণা।