সিডনি টেস্টের মাঝেই বড় খবর! অবসর নিলেন ভারতের এই ক্রিকেটার, খেলেছেন KKR-এর হয়েও

বাংলা হান্ট ডেস্ক: এবার আচমকাই অবসরের ঘোষণা করলেন এক ভারতীয় ক্রিকেটার (Cricketer)। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, ভারতীয় প্লেয়ার শেলডন জ্যাকসন অবসরের সিদ্ধান্ত নিয়েছেন। এমতাবস্থায়, তাঁকে আর ODI বা T20 ফরম্যাটে খেলতে দেখা যাবে না। জানিয়ে রাখি যে, শেলডন ঘরোয়া ক্রিকেটে সৌরাষ্ট্রের হয়ে খেলেন এবং একাধিক ম্যাচে তিনি তাঁর দাপট দেখিয়েছেন।

অবসর ঘোষণা এই ক্রিকেটারের (Cricketer):

রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে, সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন শেলডন জ্যাকসনের (Cricketer) অবসরের বিষয়টি নিশ্চিত করেছে। এই বিষয়ে একটি বিবৃতিও দিয়েছে অ্যাসোসিয়েশন। প্রসঙ্গত উল্লেখ্য যে, শেলডন জ্যাকসন IPL-এ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছেন।

This Indian cricketer retired now.

এদিকে শেলডন জ্যাকসনের অবসরের ঘোষণার বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি জয়দেব শাহ। তিনি বলেন, “কঠোর পরিশ্রম এবং নিষ্ঠা শেলডনকে একজন শক্তিশালী খেলোয়াড় (Cricketer) করেছে। প্রতিটি ফরম্যাটের প্রতি তাঁর ভূমিকা প্রশংসনীয়। সাদা বলের ক্রিকেটকে বিদায় জানিয়েছেন তিনি। তবে শেলডনের রেকর্ড তরুণ খেলোয়াড়দের অনুপ্রাণিত করবে।”

আরও পড়ুন: বিশ্বজুড়ে বাড়ছে ভারতের অস্ত্রের দাপট! এবার এই মুসলিম অধ্যুষিত দেশ কিনবে ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র

ঘরোয়া ক্রিকেটে শেলডনের পরিসংখ্যান: জানিয়ে রাখি যে, শেলডন জ্যাকসন লিস্ট A-তে ৮৬ টি ম্যাচ খেলেছেন। যেখানে তিনি করেন ২,৭৯২ রান। এদিকে শেলডন এই ফরম্যাটে ৯ টি সেঞ্চুরি ও ১৪ টি হাফ-সেঞ্চুরি করেছেন। তাঁর সর্বোচ্চ রান হল অপরাজিত ১৫০। ৮৪ টি T20 ম্যাচে তিনি ১,৮১২ রান করেছেন। যেখানে তিনি ১ টি সেঞ্চুরি এবং ১১ টি হাফ-সেঞ্চুরি করেন। T20-তে তাঁর সর্বোচ্চ রান হল অপরাজিত ১০৬। তিনি প্রথম শ্রেণির ক্রিকেটে (Cricketer) খেলেন ১০৩ টি ম্যাচ। যেখানে শেলডন ২১ টি সেঞ্চুরি এবং ৩৯ টি হাফ-সেঞ্চুরি করেছেন।

আরও পড়ুন: উপহারেও এগিয়ে মোদী! মার্কিন ফার্স্ট লেডিকে দিয়েছেন সবথেকে দামি “গিফট”, অবাক গোটা বিশ্ব

IPL কেরিয়ার: শেলডন জ্যাকসন IPL-এ RCB এবং KKR-এর অংশ ছিলেন। কিন্তু শুধুমাত্র KKR তাঁকে খেলার সুযোগ দেয়। মাত্র দুই মরশুমে খেলতে পেরেছেন তিনি। জ্যাকসন ২০১৭ সালে IPL-এ অভিষেক করেছিলেন। ওই মরশুমে তিনি খেলেছেন ৪ টি ম্যাচ। এরপর ২০২২ সালেও খেলার সুযোগ পান তিনি। ওই মরশুমে তিনি খেলেছেন ৫ টি ম্যাচ। এভাবে মোট ৯ টি IPL ম্যাচ খেলেছেন এই ক্রিকেটার (Cricketer)। যেখানে তিনি করেছেন ৬১ রান।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর