ভিখারিদের থেকে অনুপ্রেরণা, ভিক্ষা করেই কোটি টাকার ব্যবসা খাড়া করলেন যুবতী

Published On:

বাংলা হান্ট ডেস্ক : অন্যের দ্বারা প্রভাবিত হয়ে কাজ শুরু করে সফলতা অর্জন করার সংখ্যা নেহাত কম নয়‌। কেউ কেউ নিজের শিক্ষককে দেখে শিক্ষকতা জীবন শুরু করেন। তো কেউ আবার পছন্দের ব্যবসায়ীর দ্বারা প্রভাবিত হয়ে শুরু করেছেন নিজের ব্যবসা (Business)। তবে আপনি কি কখনও শুনেছেন কোনও ভিক্ষুককে (Beggar) দেখে মুগ্ধ হয়ে নিজেই ভিক্ষা করতে শুরু করেছেন কেউ! ভাইরাল এক ভিডিওতে নিজের ধনী হওয়ার রহস্য জানিয়েছেন তিনি নিজেই।

ভিডিওতে জানিয়েছেন সবটাই

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এক ভিডিও ভাইরাল হয়েছে যেখানে লাইবা তার ধনী হওয়ার সমস্ত রহস্য উন্মোচন করেছেন। হ্যাঁ, এই ধনী মেয়েটির (Pakistani Girl) নাম লাইবা। জীবনের প্রথমভাগে তিনি থাকতেন পাকিস্তানে (Pakistan)। তবে এখন তিনি তার পুরো পরিবার নিয়ে মালয়েশিয়ায় (Malaysia) থাকেন। সেখানে দুটি ফ্ল্যাট, একটি গাড়ি এবং তার নিজস্ব ব্যবসা রয়েছে।

আরও পড়ুন : মালদার পর কালনা, অ্যাম্বুলেন্স না মেলায় স্ট্রেচারে করেই রোগী নিয়ে গেলেন আত্মীরা

এইদিন এই ভিডিওতে লাইবা জানিয়েছেন, আজ তিনি এই জায়গায় এসেছেন ভিক্ষা করে। তিনি বলেন, ‘আমি দেখেছি মানুষ ইশারা করে ভিক্ষা করে এবং তারাও অনেক ধনী। এর পর ভাবলাম আমিও এই চেষ্টা করব এবং আজ এত বড়লোক হয়ে গেছি। তিনি আরও জানান, নাটক করে মানুষের কাছে তার মিথ্যা গল্প বলে ভিক্ষা করতেন।’

 

মানুষ কি বলছে?

shahfaesal নামের একজন টুইটার (অধুনা এক্স) ব্যবহারকারী এই ভিডিওটি শেয়ার করেছেন। এখনও পর্যন্ত প্রায় ৩ লক্ষ মানুষ এই ভিডিওটি দেখেছেন। কমেন্ট বক্সে এক ইউজার লিখেছেন, পাকিস্তানের উচিত এই কাজের পেটেন্ট নেওয়া। অপর এক ইউজার লিখেছেন, এই দেশ এবং এর জনগণ কখনই অবাক হতে ব্যর্থ হয় না। জনৈক কটাক্ষ, দেশ যেমন, তার তেমন বেশ।

Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর

X