বাংলা হান্ট ডেস্ক: বিশ্ব বাজার থেকে আসা খারাপ সংকেতের আবহেই, এই সময়ে শেয়ার বাজারে বিক্রি খুব একটা ভালো জায়গায় নেই। কিন্তু উত্থান-পতনের মধ্যেও কিছু পেনি স্টক তাদের বিনিয়োগকারীদের ধনী করে তুলেছে। এই পেনি স্টকগুলি মূলত এমন যেগুলির পারফরম্যান্স সবাইকে কার্যত চমকে দিয়েছে।
লাভজনক শেয়ার:
এরকমই একটি স্টক হল হিন্দুস্তান মোটরস (Hindustan Motors)। যেটি মাত্র কয়েকদিনের মধ্যেই অসাধারণ রিটার্ন দিয়েছে বিনিয়োগকারীদের। গত কয়েকদিনে হিন্দুস্তান মোটরসের স্টক শক্তিশালী রিটার্ন দিয়েছে। এমনকি, বিএসইতেও (BSE) এই স্টকটিতে কেনাকাটা বেড়েছে। শুধু তাই নয়, হঠাৎ করে বিপুলহারে এই স্টক কেনার বিষয়ে হিন্দুস্তান মোটরসের কাছে ব্যাখ্যা চেয়েছে বম্বে স্টক এক্সচেঞ্জ।
শেয়ারগুলি সর্বোচ্চ উচ্চতায় রয়েছে:
উল্লেখযোগ্যভাবে, হিন্দুস্তান মোটরসের স্টক বর্তমানে ৫২ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ উচ্চতায় রয়েছে। BSE সূচকে হিন্দুস্তান মোটরসের শেয়ারের দাম ১৮.২০ টাকা। শুধু তাই নয়, গত ৫ টি বাণিজ্যিক দিনে হিন্দুস্তান মোটরসের শেয়ার আপার সার্কিটেও রয়েছে।
প্রসঙ্গত উল্লেখ্য যে, একটি শেয়ার আপার সার্কিট তখনই পৌঁছয় যখন সেটির ক্রয় নির্দিষ্ট সীমা অতিক্রম করে। অর্থাৎ এই সময়ে স্টকটি প্রচণ্ডভাবে কেনা হচ্ছে। শুধু তাই নয়, আপার সার্কিটের পর শেয়ার কেনার জন্য বিনিয়োগকারীদের অপেক্ষা করতে হচ্ছে পরের দিন পর্যন্ত।
১০ দিন আগে স্টক ছিল মাত্র ১১ টাকায়:
আমরা যদি এই স্টকের ইতিহাস দেখি, তাহলে দেখতে পাবো যে, মাত্র ১০ দিন আগেও হিন্দুস্তান মোটরসের স্টক ছিল ১১ টাকার স্তরে। কিন্তু তারপর থেকে এই স্টক যে গতি ধরেছে তা এখনও ভালোভাবে বজায় রয়েছে। এমনকি, গত তিন সপ্তাহে এই স্টকটি ৯.৮৩ টাকা থেকে ৭৭ শতাংশ লাফিয়েছে।
বিএসই ব্যাখ্যা চেয়েছে:
এমতাবস্থায়, এই স্টকের বিস্ময়কর রিটার্ন দেখে, হিন্দুস্তান মোটরসের কাছ থেকে ব্যাখ্যা চাওয়া হয়েছে। মূলত, বিএসই-তে দেওয়া তথ্য অনুসারে, বিনিয়োগকারীদের কোম্পানি সম্পর্কে সর্বশেষ প্রাসঙ্গিক তথ্য সরবরাহ করা বাধ্যতামূলক। যাতে বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষা করা যায়।