বাংলাহান্ট ডেস্ক : দর্শকদের চমক দিতে কোনো কসুরই বাকি রাখছে না জি বাংলা। একদিকে যেমন নতুন সিরিয়াল (Serial) শুরু হচ্ছে। তেমনি আবার কিছু ধারাবাহিক শেষও হয়েছে বটে। তবে নতুন ধারাবাহিকে জমাট গল্প এনে প্রথম থেকেই দর্শকদের আগ্রহ ধরে নিয়েছে চ্যানেল। এবার আরো বড় চমক আনল জি বাংলা। বেঙ্গল টপার নায়িকা (Serial) আবার ফিরছেন এই চ্যানেলেই।
বেঙ্গল টপার সিরিয়ালের (Serial) নায়িকার নয়া প্রোমো
সদ্য সামনে এসেছে নতুন এক প্রোমো। সামনেই আসছে দোল। প্রতিটি সিরিয়ালেই (Serial) লাগবে রঙের ছোঁয়া। দোল খেলায় মেতে উঠবেন প্রিয় নায়ক নায়িকারা। আর এই সুযোগেই বড় সুখবর দিল চ্যানেল। সদ্য বিদায় জানানো জনপ্রিয় সিরিয়ালের (Serial) নায়িকা কামব্যাক করছেন এই চ্যানেলে। প্রোমোতেই বড় চমক এনে দিয়েছে জি বাংলা।
প্রকাশ্যে নতুন প্রোমো: প্রতিটি সিরিয়ালেই (Serial) থাকছে দোল স্পেশ্যাল পর্ব। তবে এবারে বিশেষ চমক থাকছে চ্যানেলের তরফে। সম্প্রতি প্রকাশ্যে এসেছে ‘মহামিলনের দোল’ এর প্রোমো। সেখানে একসঙ্গে দোল খেলতে দেখা গিয়েছে জগদ্ধাত্রী, পারুল, ফুলকি, রাই এবং পর্ণাকে। হ্যাঁ, নিম ফুলের মধু (Serial) শেষ হয়ে গেলেও আবার এই দোল স্পেশ্যাল পর্বে কামব্যাক করছেন পল্লবী। তবে তাঁকে পর্ণা রূপেই দেখা যাবে কিনা তা এখনো স্পষ্ট নয়।
আরো পড়ুন : গল্পের ট্র্যাক বদলান, নয়তো… বেকায়দায় স্টার জলসা! সিরিয়াল নিয়ে “হুঁশিয়ারি” দর্শকদের
কবে দেখানো হবে স্পেশ্যাল পর্ব: প্রোমো থেকেই জানা গিয়েছে, এই মহামিলনের দোল উদযাপিত হবে জগদ্ধাত্রী এবং পরিণীতা সিরিয়ালে (Serial)। সেখানে মিলন হবে অন্য নায়িকাদের। আগামী ১৬ ই মার্চ সাতটা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত চলবে এই স্পেশ্যাল পর্ব। ইতিমধ্যেই প্রোমোতে পর্ণাকে ফিরে পেয়ে বেশ খুশি দর্শকরা।
আরো পড়ুন : বয়স সবে ২০ পেরিয়েছে, সুকান্তর সঙ্গে “লিপলক”এর পর এবার বিকিনি! বাগদান সেরেই ট্রোলড ‘সঞ্জনা’ অনন্যা
প্রসঙ্গত, গত ৯ ই মার্চ শেষ হয়েছে নিম ফুলের মধু। কিন্তু এখনো সিরিয়ালটি শেষের কষ্ট থেকে বেরোতে পারেনি অনেকেই। প্রায় আড়াই বছর ধরে সিরিয়ালটি দর্শকদের মনে জায়গা করে নিয়েছিল। পল্লবীকে আবার নতুন চরিত্রে দেখার ইচ্ছাও প্রকাশ করেছেন অনেকে।