জগদ্ধাত্রী-নিম ফুলের টানাটানির মাঝেই ঘটে গেল অঘটন! মাত্র তিন মাসেই বিদায় জি-এর এই সিরিয়ালের

বাংলাহান্ট ডেস্ক : জগদ্ধাত্রী নাকি নিম ফুলের মধু, কোন সিরিয়াল (Serial) শেষ হতে চলেছে? বিগত কয়েক দিন ধরেই টেলিপাড়ায় অব্যাহত এই জল্পনা। চ্যানেলের দুই হেভিওয়েট মেগার মধ্যে এই টানাপোড়েনের মাঝেই এসে হাজির অন্য এক সিরিয়ালের (Serial) শেষ হওয়ার খবর। মাত্র তিন মাসেই ইতি টানা হল জি বাংলার এক নতুন সিরিয়ালে। এমন হঠাৎ ঘোষণায় কার্যত আকাশ থেকে পড়েছেন দর্শকরা।

শেষ হল জি বাংলার এই সিরিয়াল (Serial)

শেষ শুটিং হয়ে গেল জি বাংলার সিরিয়াল (Serial) ‘কাজল নদীর জলে’র। হ্যাঁ, ঠিকই পড়েছেন। সবে মাত্র তিন মাস আগে শুরু হয়েছিল এই সিরিয়াল। এক নায়িকাকে নিয়ে দুই নায়কের দড়ি টানাটানির গল্প উঠে এসেছিল সিরিয়ালে (Serial)। প্রোমো বেশ আশা জাগালেও গল্প একেবারেই দর্শক টানতে পারেনি। বিশেষ করে দুপুরের স্লটে মুখ থুবড়ে পড়েছিল সিরিয়ালটি। দুপুরের স্লটে কাজল নদীর জলে এবং অমর সঙ্গী দুটি সিরিয়ালেরই দশা শোচনীয়। তাই এই কয়েক দিনেই গল্পে ইতি টানার সিদ্ধান্ত নিলেন নির্মাতারা।

আরো পড়ুন : শরীরে ক্যানসারের বাসা, মাঝপথেই ছাড়তে হয় কাজ, নতুন জীবন পেয়ে নতুন সিরিয়ালে ফিরছেন চণ্ডীদাস কুমার

প্রথম খবর দিলেন মৈনাক

না, কোনো জল্পনার অবকাশই দেননি নির্মাতারা। বরং দর্শকদের সারপ্রাইজ দিয়ে সিরিয়াল (Serial) শেষের খবর জানিয়েছেন অভিনেতা মৈনাক বন্দ্যোপাধ্যায়। সিরিয়ালের ফাঁকে তোলা কয়েকটি ছবি শেয়ার করে তিনি লিখেছেন, ‘আজ শেষ দিন, এত তাড়াতাড়ি শেষ হয়ে যাবে ভাবিনি। কিন্তু সবকিছু তো আমাদের হাতে থাকে না। এই কদিনে আপনাদের থেকে যে ভালোবাসা পেয়েছি সেটা আমাদের সম্পদ হয়ে থাকবে’।

আরো পড়ুন : শ্মশানে শ্মশানে ঘুরতেন পান্নালাল, ধনঞ্জয় ভট্টাচার্যের গানের সঙ্গে বাজত ঘুঙুর! কালীপুজোর অলৌকিক অভিজ্ঞতা শোনালেন পুত্রবধূ

হতবাক নেটিজেনরাও

মৈনাকের পোস্ট দেখে জোর চমকেছেন নেটিজেনরাও। একজন প্রশ্নও করেছেন, এমন পোস্টের কী মানে! উত্তরে অভিনেতা বলেন, ‘আমাদের গল্পটি ফুরোলো, নটে গাছটি মুড়োলো’। মোটে ৩ মাস আগে শুরু হওয়া সিরিয়ালে (Serial) এখনো পর্যন্ত ১০০ টি এপিসোডও হয়নি। এর মধ্যেই সিরিয়াল শেষ হয়ে যাওয়ায় বড় ধাক্কা খেয়েছেন দর্শকদের একাংশ।

Serial

প্রসঙ্গত, কাজল নদীর জলে সিরিয়ালে মুখ্য চরিত্রে দেখা গিয়েছিল অরুণিমা হালদার, মৈনাক এবং অনিন্দ্য চট্টোপাধ্যায়দের। গুঞ্জন বলছে, সন্ধ্যা ছটার স্লট থেকে সরানো হতে পারে ‘পুবের ময়না’কে। ইতিমধ্যেই জানা গিয়েছে, রাত আটটার স্লটে দেখা যাবে নতুন সিরিয়াল ‘পরিণীতা’কে। নিম ফুলের মধুকে আনা হতে পারে সন্ধ্যা ছটায়।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর