দাম ৫ কোটি! IPL ২০২৬-এর আগেই গ্রেফতার হবেন RCB-র এই তারকা প্লেয়ার? মিলল আপডেট

Published on:

Published on:

This star player of RCB will be arrested before IPL 2026.
Follow

বাংলা হান্ট ডেস্ক: IPL ২০২৬ (IPL 2026)-এর আগে ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে নিলাম। এমতাবস্থায়, দলগুলি এবার প্রস্তুতিও নিতে শুরু করেছে। ঠিক এই আবহেই এবার বড় আপডেট সামনে এসেছে। মূলত, ভারতীয় ক্রিকেটের উদীয়মান তারকা তথা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বাঁ-হাতি ফাস্ট বোলার যশ দয়াল এবার বড়সড় চাপের সম্মুখীন হলেন। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, জয়পুরের পকসো কোর্ট গত ২৪ ডিসেম্বর, ২০২৫ তারিখে যশের আগাম জামিনের আবেদন খারিজ করে দেয়। এই মামলাটি একজন নাবালিকা মেয়ের বিরুদ্ধে যৌন নির্যাতন ও ধর্ষণের গুরুতর অভিযোগের সঙ্গে সম্পর্কিত। যেখানে পুলিশ পকসো আইনে মামলা দায়ের করেছে।

IPL ২০২৬ (IPL 2026)-এর আগেই যশ দয়াল গ্রেফতারির হুমকির সম্মুখীন:

জয়পুর মেট্রোপলিটন ফার্স্টের ৩ নম্বর পকসো আদালতের বিচারক অলকা বনসাল তাঁর রায়ে স্পষ্টভাবে জানিয়েছেন যে, এখনও পর্যন্ত পাওয়া প্রমাণ এবং তদন্ত থেকে বোঝা যাচ্ছে না যে অভিযুক্তকে মিথ্যাভাবে ফাঁসানো হয়েছে। আরও জানানো হয়েছে যে, এখনও পর্যন্ত তদন্তে অভিযুক্তের ভূমিকা প্রকাশ পেয়েছে এবং তাঁকে জিজ্ঞাসাবাদ বাকি আছে। এমতাবস্থায় , যশ দয়ালকে জেলে যেতে হবে কিনা তা নিশ্চিত নয়। কারণ, তাঁর আছে হাইকোর্টে যাওয়াই একমাত্র উপায়। এদিকে, ধর্ষণ মামলায় জড়িত যশ দয়াল আপাতত ক্রিকেটের ময়দান থেকে দূরে রয়েছেন।

This star player of RCB will be arrested before IPL 2026.
যশ দয়াল

২০২৫ সালের জুলাই মাসে মামলা নথিভুক্ত করা হয়: জানিয়ে রাখি যে, ২০২৫ সালের ২৩ জুলাই, ১৯ বছর বয়সী এক যুবতী জয়পুরের সাঙ্গানের সদর থানায় যশ দয়ালের বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের করেন। ওই যুবতী দাবি করেন যে, ২০২৩ সালে যশ দয়ালের সঙ্গে তিনি দেখা করেছিলেন। তাঁর অভিযোগ, ১৭ বছর বয়সী নাবালিকা থাকাকালীন যশ তাঁকে মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করেছিলেন।

আরও পড়ুন: নেই কোনও ক্রিকেটারের নাম! অর্জুন পুরস্কারের জন্য মনোনীত ৩ বঙ্গকন্যা, খেলরত্ন পাচ্ছেন কে?

এমনকি, ক্রিকেটে কেরিয়ার গড়ে তুলতে সাহায্য করার প্রতিশ্রুতিও যশ দিয়েছিলেন বলে অভিযোগ করা হয়। অভিযোগ অনুযায়ী, প্রথম ঘটনাটি ঘটে ২০২৩ সালে। সেই সময়ে যশ তাঁকে জয়পুরের সীতাপুরা এলাকার একটি হোটেলে প্রলুব্ধ করে ধর্ষণ করেন। ওই যুবতী জানিয়েছেন যে, ২ বছর ধরে এমনটা চলতে থাকে।

আরও পড়ুন: বিজয় হাজারে ট্রফিতে ঝড় তুললেন দুই কিংবদন্তি! রোহিত-কোহলির দুর্ধর্ষ সেঞ্চুরিতে উচ্ছ্বসিত অনুরাগীরা

IPL ২০২৬-এর জন্য যশ দয়ালকে রিটেন করেছে RCB: যশ দয়াল হয়তো বড় বিতর্কে জড়িয়ে পড়েছেন। কিন্তু IPL ২০২৬-এর জন্য RCB তাঁর ওপর আস্থা দেখিয়েছে। IPL ২০২৪-এর আগে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু যশ দয়ালকে চুক্তিবদ্ধ করেছিল। তিনি ৫ কোটি টাকার (৫০ মিলিয়ন টাকা) বিনিময়ে দলে যোগ দিয়েছিলেন এবং গত মরশুমে RCB-র জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। ফলস্বরূপ, তাঁকে ২০২৬ সালের IPL-এর জন্য RCB রিটেন করে।