প্রেম দিবসের উপহার, এবার খুশির সঙ্গে জুটি বাঁধছেন বলিউডের এই নতুন ক্রাশ

বাংলাহান্ট ডেস্ক : সদ্যই বলিউডে পা রেখেছেন খুশি কাপুর (Khushi Kapoor)। শ্রীদেবী এবং বনি কাপুরের কনিষ্ঠা কন্যা OTT প্ল্যাটফর্মে ডেবিউ করেছিলেন গত বছর। এক ঝাঁক তারকা সন্তানদের সঙ্গে তিনিও মুখ দেখিয়েছিলেন ‘আর্চিস’ ছবিতে। কিন্তু দর্শকদের মনে ছাপ ফেলা তো দূর, উলটে খুশির (Khushi Kapoor) অভিনয় নিয়ে হয়েছিল ট্রোল। তবে তাঁর জনপ্রিয়তায় ভাঁটা পড়ার বদলে আরো বেড়েছে। এবার আরো এক নতুন ছবিতে দেখা যেতে চলেছে খুশিকে (Khushi Kapoor)।

খুশির (Khushi Kapoor) সঙ্গে জুটি বাঁধছেন জুনেইদ

বিটাউনে নয়া গুঞ্জন, আগামীতে আবারো এক তারকা সন্তানের বিপরীতেই দেখা যাবে খুশি কাপুরকে (Khushi Kapoor)। তিনি আমির খান পুত্র জুনেইদ খান (Junaid Khan)। উল্লেখ্য, তিনিও সম্প্রতি অভিষেক করেছেন বলিউডে। ‘মহারাজ’ ছবির হাত ধরে অভিনয় জগতে পা রেখেছেন তিনি। জুনেইদের অভিনয় এবং তাঁর রূপে মুগ্ধ হয়েছেন অনেকেই। এবার খুশির (Khushi Kapoor) বিপরীতে নায়ক হিসেবে আত্মপ্রকাশ করার কথা তাঁর। ছবির হাত ধরে অভিনয় জগতে পা রেখেছেন তিনি। জুনেইদের অভিনয় এবং তাঁর রূপে মুগ্ধ হয়েছেন অনেকেই। এবার খুশির (Khushi Kapoor) বিপরীতে নায়ক হিসেবে আত্মপ্রকাশ করার কথা তাঁর।

আরো পড়ুন : জন্ম বৃত্তান্ত নিয়ে একাধিক রহস্য, ছোট ছেলে আব্রামের সঙ্গে এত দূরত্ব কেন গৌরীর?

কবে মুক্তি পাচ্ছে নতুন ছবি

খবর বলছে, অদ্বৈত চন্দনের পরিচালনায় মুক্তি পেতে চলেছে এই ছবি। উল্লেখ্যযোগ্য বিষয়, আমিরের শেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘লাল সিং চাড্ডা’র পরিচালকও ছিলেন অদ্বৈত চন্দন। ফ্যান্টম স্টুডিওজ এর সঙ্গে এজিএস এন্টারটেনমেন্টের যৌথ প্রযোজনায় মুক্তি পাবে এই ছবিটি। এখনো ছবির নাম ঠিক না হলেও মুক্তির তারিখ ঘোষণা হয়ে গিয়েছে ইতিমধ্যেই। আগামী বছর অর্থাৎ ২০২৫ এর ৭ ই ফেব্রুয়ারিতে মুক্তি পেতে চলেছে এই ছবিটি।

আরো পড়ুন : শরীরে নেই একটি সুতোও, চাদর জড়িয়ে উন্মুক্ত পিঠ দেখিয়ে ভাইরাল শুভশ্রীর দিদি দেবশ্রী

প্রথম ছবিতেই নজর কেড়েছেন জুনেইদ

প্রসঙ্গত, আমিরের বড় ছেলে জুনেইদ খান। অভিনেতা একবার মন্তব্য করেছিলেন, জুনেইদ নাকি দীর্ঘদিন ধরেই অডিশন দিয়ে আসছেন। বলিউডের একজন সুপারস্টার হিসেবে তিনি চাইলেই ছেলের ডেবিউয়ে সাহায্য করতে পারতেন। কিন্তু তিনি তা করেননি। আমির চেয়েছিলেন নিজের যোগ্যতায় কাজ পান জুনেইদ। আর সেটাই হয়েছে। মহারাজ ছবিটি বেশ ভালো সাড়া পেয়েছে দর্শকদের থেকে। প্রশংসিত হয়েছে জুনেইদের অভিনয়। এমনকি হলিউড তারকা হেনরি কেভিলের সঙ্গে তাঁর লুকসের তুলনাও টেনেছেন অনেকে।

Khushi Kapoor

অন্যদিকে খুশি কাপুর (Khushi Kapoor) ডেবিউ করেছিলেন জোয়া আখতারের ‘আর্চিস’ ছবির হাত ধরে। তাঁর সঙ্গেই অভিষেক করেন সুহানা খান এবং অগ্যস্ত নন্দাও। আগামীতে ইব্রাহিম আলি খানের সঙ্গে ধর্মা প্রোডাকশনের একটি ছবিতে দেখা যাবে খুশিকে। অন্যদিকে জুনেইদ খানের ঝুলিতে রয়েছে সাই পল্লবীর সঙ্গে একটি ছবি।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর