৩ বছরে ৬১৫ শতাংশ রিটার্ন, বিনিয়োগকারীদের মালামাল করল ডিফেন্স সেক্টরের এই শেয়ার

বাংলাহান্ট ডেস্ক : ডিফেন্স সেক্টরের একটি স্টকের (Share Market) দাম বাড়ছে হু হু করে। প্রতিরক্ষা মন্ত্রকের তরফে বড় অঙ্কের কাজের বরাত পেয়েছে জেন টেকনোলজিস। মোট ১৫২ কোটি টাকার কাজের বরাত দেওয়া হয়েছে এই সংস্থাকে এয়ার ডিফেন্স সিমুলেটর বানানোর জন্য। বৃহস্পতিবার সংস্থার এক্সচেঞ্জ ফাইলিংয়ে এ খবর প্রকাশ হতেই হুড়োহুড়ি পড়ে গিয়েছে বিনিয়োগকারীদের মধ্যে। ডিফেন্স সেক্টরের এই মাল্টিব্যাগার স্টকের (Share Market) দাম বাড়তে শুরু করেছে হু হু করে।

লাফিয়ে বেড়ে চলেছে ডিফেন্স সেক্টরের এই স্টকের (Share Market) দাম

বৃহস্পতিবার সংস্থার এই স্টকের দাম ৪ শতাংশেরও বেশি বেড়েছিল। আজ শুক্রবার বাজার (Share Market) খুলতেই আরো সাড়ে ৪ শতাংশ দাম বেড়ে পৌঁছায় ১,৫৩০ টাকায়। উল্লেখ্য, গত ১ মাসে এই স্টকের দাম বেড়েছে ৪৪ শতাংশের বেশি। অন্যদিকে বিগত এক বছরে এই স্টকের (Share Market) দাম বৃদ্ধি পেয়েছে সাড়ে ৫৭ শতাংশ।

This stock of defense sector rose in share market

বিপুল রিটার্ন দিয়েছে এই স্টক: বিগত ৫ বছরে লগ্নিকারীরা এই স্টক থেকে রিটার্ন পেয়েছেন ৫,৭২৩ শতাংশ। এর অর্থ হল, এই স্টকে (Share Market) ৫ বছর আগে যারা ১ লক্ষ টাকা বিনিয়োগ করেছিলেন, এখন তো বেড়ে সাড়ে ৫ কোটি টাকা ছাড়িয়ে গিয়েছে। তিন বছরে ৬১৫ শতাংশ রিটার্ন দিয়েছে এই স্টক। লাভই লাভ দিচ্ছে এই স্টক (Share Market)। ফলে লগ্নিকারীদের আগ্রহ আরো বেড়েছে এই স্টক নিয়ে।

ডিফেন্সের ভরসা যোগ্য সংস্থা: প্রসঙ্গত, ডিফেন্স সেক্টরের একাধিক প্রোজেক্ট রয়েছে জেন টেকনোলজিস এর হাতে। নিরাপত্তা বাহিনীর ব্যবহার করা বিভিন্ন সরঞ্জাম সহ মিলিটারি ট্রেনিং সিস্টেম তৈরিতেও এই সংস্থা দক্ষতা দেখিয়ে চলেছে। বর্তমানে জেন টেকনোলজিস এর মার্কেট ক্যাপিটালাইজেশন (Share Market) ১৩ হাজার ২৩৭ কোটি টাকা।

শেয়ার বাজারের একাধিক বিশেষজ্ঞরা এই সংস্থার স্টক কেনার পরামর্শ দিয়েছে। যেভাবে এই স্টকের দাম ক্রমে বেড়ে চলেছে তাতে লগ্নিকারীরাও লাভের মুখ দেখছে। ফলত এই সংস্থার স্টক নিয়ে লগ্নিকারীদের মধ্যে আগ্রহ বাড়তে শুরু করেছে।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর