ট্রেন দুর্ঘটনার শুরু হয়েছে হিড়িক! এবার এই রাজ্যে লাইনচ্যুত মালগাড়ি, ক্ষতিগ্রস্ত রেলপথ

বাংলা হান্ট ডেস্ক: গত বৃহস্পতিবার উত্তরপ্রদেশের গোন্ডা জেলায় ঘটেছিল ভয়াবহ ট্রেন দুর্ঘটনা (Train Accident)। সেই রেশ কাটতে না কাটতেই ফের গুজরাটে লাইনচ্যুত হল একটি মালগাড়ির বেশ কয়েকটি বগি। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, গুজরাটের ভালসাদ ও সুরাট স্টেশনের মধ্যে এই দুর্ঘটনাটি ঘটেছে। ভালসাদের ডুংরির কাছে ওই মালগাড়ির একাধিক বগি লাইনচ্যুত হয়েছে। যার ফলে ওই রুটে ট্রেন চলাচল প্রভাবিত হয়। তবে, এই দুর্ঘটনায় (Train Accident) সৌভাগ্যবশত কোনও হতাহতের ঘটনা ঘটেনি।

ফের ঘটল ট্রেন দুর্ঘটনা (Train Accident):

ক্ষতিগ্রস্ত ট্রেন চলাচল: এদিকে, রেল বিভাগ এই দুর্ঘটনার (Train Accident) খবর পাওয়ার সাথে সাথে মুম্বাই-আমেদাবাদ লাইনের আধিকারিক এবং কর্মচারীরা ঘটনাস্থলে পৌঁছে গিয়ে ট্র্যাকটি খালি করার কাজ শুরু করেন। বিষয়টির পরিপ্রেক্ষিতে পশ্চিম রেলের এক আধিকারিক জানিয়েছেন যে, ওই মালগাড়িটি লাইনচ্যুত হওয়ার কারণে রেল চলাচল ব্যাহত হয়। যদিও, কিছু সময়ের মধ্যেই সবকিছু ঠিকঠাক করে ফেলা সম্ভব হয়। এই দুর্ঘটনায় কোনও প্রাণহানির ঘটনা ঘটেনি বলেও জানান তিনি।

   

চণ্ডীগড়-ডিব্রুগড় এক্সপ্রেসের ১৪ টি বগি লাইনচ্যুত হয়েছে: এই প্রসঙ্গে জানিয়ে রাখি, গত বৃহস্পতিবার উত্তরপ্রদেশের গোন্ডা স্টেশনের কাছে চণ্ডীগড়-ডিব্রুগড় এক্সপ্রেসের ১৪ টি বগি লাইনচ্যুত হয়। ওই দুর্ঘটনায় (Train Accident) ৩ জন প্রাণ হারান ও প্রায় ৩০ জন আহত হয়েছেন। দুর্ঘটনায় মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা এবং গুরুতর আহতদের প্রত্যেককে ২.৫ লক্ষ টাকার সহায়তা প্রদানের ঘোষণা করা হয়েছে।

আরও পড়ুন: হাইকোর্টের এই নির্দেশেই কপাল পুড়ল আদানি গ্রুপের! ফের আসবে সঙ্কট? স্বস্তি পেল সরকার

বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে এই দুর্ঘটনা ঘটে: এদিকে, এই দুর্ঘটনার (Train Accident) পর উত্তর-পূর্ব রেলের সিপিআরও পঙ্কজ সিং জানান, রেলের মেডিকেল ভ্যান ঘটনাস্থলে পৌঁছে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। রেলওয়ের পক্ষ থেকে হেল্পলাইন নম্বরও জারি করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে গোন্ডায় এই ট্রেন দুর্ঘটনাটি ঘটে।

আরও পড়ুন: ইলিশ নাকি বিষ ধরতে পারবেন না! কিনতে যাওয়ার আগে হন সতর্ক, নাহলেই হবে “খেল খতম”

হেল্পলাইন নম্বর জারি করা হয়েছে: ওই দুর্ঘটনার (Train Accident) পর রেল মন্ত্রক হেল্পলাইন নম্বর জারি করেছে। সেগুলি হল-
কমার্শিয়াল কন্ট্রোল তিনসুকিয়া: 9957555984; ফুরকেটিং (FKG): 9957555966
মারিয়ানি (এমএক্সএন): 6001882410
সিমালগুড়ি (SLGR): 8789543798
তিনসুকিয়া (NTSK): 9957555959
ডিব্রুগড় (DBRG): 9957555960
এছাড়াও, রেল মন্ত্রক গুয়াহাটি স্টেশনের জন্য 0361-2731621, 0361-2731622 এবং 0361-2731623 নম্বর জারি করেছে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর