যাহ! এবার নিজের “শেষ” বাড়িটিও বিক্রি করে দিলেন মাস্ক, এখন কোথায় থাকছেন বিশ্বের শ্রেষ্ঠ ধনকুবের?

বাংলা হান্ট ডেস্ক: বিশ্বের শ্রেষ্ঠ ধনী ব্যক্তি ইলন মাস্ককে (Elon Musk) কে না চেনেন! টেসলা, স্পেসএক্স এবং এক্স-এর মালিক মাস্ক প্রায় সবসময় থাকেন খবরের শিরোনামে। তবে, এবার এমন একটি বিষয় সামনে এসেছে যেটি সম্পর্কে জানার পর অবাক হবেন প্রত্যকেই। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, মাস্ক সম্প্রতি তাঁর শেষ বাড়িটি বিক্রি করেছেন।

নিজের “শেষ” বাড়িটি বিক্রি করে দিলেন মাস্ক (Elon Musk):

মূলত, দীর্ঘ অপেক্ষার পর মাস্ক (Elon Musk) তাঁর বাড়ির জন্য একজন ক্রেতা খুঁজে পেয়েছেন। ক্যালিফোর্নিয়ার হিলসবোরো এলাকায় ইলন মাস্কের বিলাসবহুল বাড়ি বিক্রি হতে চলেছে। মনে করা হচ্ছে এই চুক্তিটি প্রায় ৩২ মিলিয়ন ডলার অর্থাৎ প্রায় ২,৬৮,৬৩,৫৫,২০০ টাকার বিনিময়ে সম্পন্ন হয়েছে। যদিও ইলন মাস্কের বাড়ির ক্রেতা এবং এর চূড়ান্ত বিক্রয় মূল্য সম্পর্কে তথ্য প্রকাশ করা হয়নি।

   

This time Elon Musk sold his "last" house.

ইলন মাস্কের শেষ বাড়ি: নিউইয়র্ক পোস্টের রিপোর্টে বলা হয়েছে, ইলন মাস্কের (Elon Musk) এই বাড়িটি ১৬,০০০ বর্গফুট জুড়ে বিস্তৃত একটি প্রাসাদ। এটি সিলিকন ভ্যালির বিলাসবহুল বাড়িগুলির মধ্যে অন্যতম একটি হিসেবে বিবেচিত করা হয়। গত কয়েক বছর ধরে এই বাড়িটি বিক্রি করতে চেয়েছিলেন মাস্ক। গত জুন মাসে তিনি তাঁর বাড়িটি বিক্রির বিষয়টি সামনে আনেন। মাস্ক একটি পোস্টের মাধ্যমে জানিয়েছিলেন যে, এই বাড়িটি যে কোনও বড় পরিবারের জন্য উপযুক্ত। প্রাথমিকভাবে বাড়ির দাম রাখা হয়েছিল ৩৭.৫ মিলিয়ন ডলার। যা পরে ৩১.৯৯ মিলিয়ন ডলারে নামিয়ে আনা হয়।

আরও পড়ুন: খেতে পাচ্ছে না দেশের মানুষ! অথচ ভারতকে টেক্কা দিতে চিন থেকে ফাইটার জেট কিনছে “কাঙাল” পাকিস্তান

ইলন মাস্কের এই বাড়িটি ১৯১২ সালে নির্মিত হয়েছিল: প্রসঙ্গত উল্লেখ্য যে, ৪৭ একর জমির ওপর নির্মিত মাস্কের বাড়িটি ১৯১২ সালে সম্ভ্রান্ত ফরাসি কাউন্ট ক্রিশ্চিয়ান ডি গুইনে তৈরি করেছিলেন। ইলন মাস্কের (Elon Musk) ওই বাড়িতে ৭ টি বেডরুম এবং ৯ টি বাথরুম রয়েছে। এছাড়াও রয়েছে একটি প্রশস্ত বসার ঘর, রান্নাঘর, লিভিং স্পেস এবং মিউজিক রুম। ১০০ বছরেরও বেশি পুরোনো এই বাড়িতে একটি প্রশস্ত পার্ক, বাগান, খেলাধূলার জায়গা সহ সমস্ত সুবিধা রয়েছে। ২০১৭ সালে, ইলন মাস্ক এই বাড়িটি ২৩.৪ মিলিয়ন ডলারে কিনেছিলেন। এখন তিনি এই বাড়ি বিক্রি করছেন। জানিয়ে রাখি যে, এর আগে মাস্ক সাতটি বাড়ি বিক্রি করেছিলেন।

আরও পড়ুন: আর নেই ভয়! এবার প্রাকৃতিক বিপর্যয়ের আগেই মিলবে সতর্কতা, সফলভাবে লঞ্চ হল ISRO-র নতুন স্যাটেলাইট

ইলন মাস্ক কোথায় থাকেন: বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্ক (Elon Musk) কোনও প্রাসাদ বা বাংলোতে থাকেন না। বরং, তিনি থাকেন একটি ২ বেডরুমের বাড়িতে। ইলন মাস্কের জীবনীকার ওয়াল্টার আইজ্যাকসন তাঁর বাড়ির একটি ছবি শেয়ার করেছেন। যে বাড়িটির মূল্য ৫০,০০০ ডলার। মাস্ক টেক্সাসের Boca Chica-তে একটি ছোট বাড়িতে থাকেন। যেখানে ইলন মাস্কের কোম্পানি স্পেসএক্সের সদর দফতর রয়েছে বলেও জানা গিয়েছে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর