বাংলা হান্ট ডেস্কঃ লোকসভা ভোটের (Loksabha Vote) আগে একলাফে ৪% ডিএ বেড়েছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের। আগে ৪৬% হারে ডিএ (Dearness Allowance) পেতেন কেন্দ্র সরকারি কর্মচারীরা। তবে ফের ৪% ডিএ বৃদ্ধি হওয়ার এবার থেকে ৫০ শতাংশ হারে ডিএ পাবেন কেন্দ্রের অধীনস্ত কর্মীরা। যা নিয়ে বিরাট খুশি তারা। তবে এরই মধ্যে সরকারি কর্মীদের আগামী এক মাসের মধ্যে বাধ্যতামূলকভাবে একটি কাজ করতে হবে বলে জানিয়ে দিয়েছে মোদী সরকার।
বিশেষ ঘোষণা করে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, গত ১ এপ্রিল থেকে এই কাজ শুরু হয়েছে, তা ৩০ এপ্রিলের মধ্যে অবশ্যই শেষ করতে হবে সরকারি কর্মীদের। জানিয়ে রাখি, কেন্দ্রীয় সরকারি স্বাস্থ্য স্কিমের (CGHS) আইডির সঙ্গে আয়ুষ্মান ভারত হেলথ অ্যাকাউন্টের সংযুক্তিকরণ করার নির্দেশ দিয়েছে সরকার। প্রতিটি কেন্দ্রীয় সরকারি কর্মী এবং অবসরপ্রাপ্ত কর্মীদের বাধ্যতামূলকভাবে এই সংযুক্তিকরণ করতে হবে। এমনটাই জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক।
স্বাস্থ্য স্কিমের অন্তর্গত সরকারি কর্মী ও অবসরপ্রাপ্তদের ডিজিটাল চিহ্নিত করতে এই সংযুক্তিকরণের কাজ করা আবশ্যক। কেন্দ্রীয় সরকারি কর্মীদের স্বাস্থ্য সংক্রান্ত যাবতীয় রেকর্ড ডিজিটাল অ্যাক্সেস রাখতে পারবে সরকার। শুধু তাই নয়, এর দ্বারা কেন্দ্রীয় সরকারের কর্মীদের চিকিৎসা পরিষেবা আরও সুবিধাজনক হয়ে উঠবে। এমনটাই জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক।
কেন্দ্রীয় সরকারি স্বাস্থ্য স্কিমের (CGHS) আইডির সঙ্গে আয়ুষ্মান ভারত হেলথ অ্যাকাউন্টের সংযুক্তিকরণের সিদ্ধান্তের ফলে কেন্দ্রীয় সরকারি কর্মীরাও তাদের স্বাস্থ্য সম্পর্কিত রেকর্ড ডিজিটালি সংরক্ষণ করতে পারবেন। উল্লেখ্য, সম্প্রতি ডিএ বেড়েছে কেন্দ্র সরকারি কর্মীদের।
আরও পড়ুন: ED-র পর এবার আক্রান্ত NIA, দুই অভিযুক্ত তৃণমূল নেতাকে গাড়িতে তুলতেই হামলা গ্রামবাসীর
তবে কেবল মহার্ঘ ভাতাই নয়, পাশাপাশি হাউস রেন্ট অ্যালোওয়েন্স অর্থাৎ বাড়ি ভাড়ার ভাতা, টিচিং অ্যালোওয়েন্স, ট্রাভেল অ্যালোওয়েন্স, ড্রেস অ্যালোওয়েন্স, চিলড্রেন্স এডুকেশন অ্যালাউন্স, চাইল্ড কেয়ার স্পেশাল অ্যাকাউন্স, হস্টেল সাবসিটি, গাড়ি ভাড়ার ভাতা, গ্র্যাচুইটি, মাইলেজ অ্যালাউন্স ফর ওউন ট্রান্সপোর্ট ও ডেইলি অ্যালাউন্স ভাতাও বেড়েছে সরকারি কর্মীদের।