বাংলাহান্ট ডেস্ক: ফিল্মি পরিবারের ছেলে টাইগার শ্রফ (Tiger Shroff)। তারকা সন্তান হলেও নেপোটিজমের অভিযোগের তীরে বিদ্ধ হতে হয়নি তাঁকে। ছেলের বলিউড ডেবিউয়ের আগেই বাবা জ্যাকি শ্রফ হাত তুলে দিয়েছিলেন। ছেলের জন্য কোনো সুবিধাই করে দেননি তিনি। কেরিয়ারের শুরুর দিকে ব্যাপক ট্রোল হয়েছিলেন টাইগার। ধীরে ধীরে নিজের পরিশ্রমেই নিন্দুকদের নিজের অনুরাগী বানিয়েছেন অভিনেতা।
এবার টাইগার জানালেন, তাঁর লক্ষ্য বলিউডের প্রথম সারি নয়, বরং হলিউড। আগামীতে ‘হিরোপন্তি ২’ ছবি মুক্তির অপেক্ষায় রয়েছে তাঁর। তার আগে সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে টাইগার বলেন, “পশ্চিমের দেশে তরুণ অ্যাকশন হিরো তেমন কেউ নেই। অন্তত আমার বয়সী বা আমি যে ধরনের কাজকর্ম করি সেগুলো করার মতো কেউ নেই।”
টাইগারের বক্তব্য, নব্বইয়ের দশকের পর আর ওই ধরনের অ্যাকশন দৃশ্য দেখা যায়না হলিউডে। কারণ তাঁর মতো দক্ষতা কারোর নেই বলেই দাবি টাইগারের। ব্যতিক্রম স্পাইডার ম্যানের মতো ছবিগুলি। তাই তিনি হলিউডে ভাগ্য পরীক্ষা করাতে চান।
অভিনেতা আরো জানান, তাঁর কাছে কয়েক বার অভিনয়ের প্রস্তাব এসেছিল। তিনি অডিশনও দিয়েছিলেন। কিন্তু কোনো বারই পাশ করতে পারেননি। কিন্তু হাল ছাড়তে রাজি নন টাইগার। এখনো চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি।
হিরোপন্তি ছবির হাত ধরে বলিউডে পা রাখেন টাইগার। ছবিটি মুক্তি পাওয়ার পর ছবিটি হিট হয়েছিল ঠিকই। তবে টাইগারকে ঠিক ‘নায়ক’ হিসাবে মানতে পারেননি অনেকেই। প্রশংসার থেকে ট্রোল বেশি হয়েছিল তাঁর।
টাইগারকে এও শুনতে হয়েছিল জ্যাকি শ্রফের ছেলে বলে মনেই হয় না তাঁকে। এ বিষয়ে অভিনেতা বলেন, “কেউ ট্রোল করছে মানেই আপনি তার উপর প্রভাব ফেলতে পেরেছেন”। নিজেকে ঘষেমেজে ক্ষুরধার করে তুলেছেন বটে, তবে অভিনয় দিয়ে এখনো দর্শকদের প্রমাণ করা বাকি টাইগারের।