খ্যাতি পেয়েই ডিভোর্স প্রথম স্বামীকে, নতুন প্রেমিকের সঙ্গে দু নম্বর বিয়ে কবে ‘রোশনাই’ তিয়াশার?

বাংলাহান্ট ডেস্ক : আবারো প্রেমে ফিরেছেন অভিনেত্রী তিয়াশা লেপচা (Tiyasha Lepcha)। না, নতুন কোনো সম্পর্ক নয়, প্রাক্তনের সঙ্গেই আবার সব মিটমাট করে নিয়েছেন তিনি। বিচ্ছেদের খবর জানানোর পর সম্প্রতি স্বীকার করেছেন পুনর্মিলনের কথা। তবে কি বিয়েটাও এখনই সেরে ফেলবেন অভিনেত্রী? কী জানালেন পর্দার ‘রোশনাই’?

প্রাক্তন প্রেমিকের কাছেই ফিরেছেন তিয়াশা (Tiyasha Lepcha)

একথা অনেকেই জানেন, একসময় অভিনেতা সোহেল দত্তের সঙ্গে সম্পর্কে ছিলেন তিয়াশা (Tiyasha Lepcha)। সোশ্যাল মিডিয়ায় প্রায়ই তাঁদের আদুরে ছবি চোখে পড়ত। কিন্তু হঠাৎ করেই ফাটল ধরে সম্পর্কে। সোশ্যাল মিডিয়ায় সেকথা স্পষ্ট হয়ে গিয়েছিল। পরবর্তীতে তিয়াশা (Tiyasha Lepcha) নিজেও জানিয়েছিলেন, তাঁর সম্পর্ক ভেঙেছে। তবে নতুন বছরে ভালো খবর দিলেন অভিনেত্রী।

Tiyasha lepcha opened up about her second marriage

মিটেছে মান অভিমান: কিছুদিন আগেই তিনি জানিয়েছেন, আবার সোহেলের কাছে ফিরে গিয়েছেন তিনি। তিয়াশার (Tiyasha Lepcha) কথায়, রাগ হয়েছিল খুবই। কিন্তু সোহেল এত বার করে সরি বলেছেন যে সব রাগ গলে জল হয়ে গিয়েছে তাঁর। অতীতের তিক্ততা আর মনে রাখতে চান না তাঁরা। বরং নতুন বছরে সবকিছু নতুন ভাবে শুরু করতে চান। বিয়েটা কবে করছেন তিয়াশা (Tiyasha Lepcha) সোহেল?

আরো পড়ুন : ইঞ্জিনিয়ার থেকে ইউটিউবার, মুকুটে নয়া পালক ‘বং গাই’এর, ফোর্বস সেরার অ্যাওয়ার্ড সামনে আনলেন কিরণ

কবে বিয়ে করছেন: উল্লেখ্য, এর আগে দিদি নাম্বার ওয়ানে এসে তিয়াশা (Tiyasha Lepcha) বলেছিলেন, ২০২৫ এই বিয়ে করবেন তিনি। যদিও এখন পুরনো সম্পর্কে ফেরত যাওয়ার পর অভিনেত্রী জানান, এখনই বিয়ে নিয়ে কিছু ভাবছেন না তিনি। এখন তাঁর পুরো ফোকাস কেরিয়ার আর সোহেলের উপরে।

আরো পড়ুন : রুবেলের বিয়ে নিয়ে চিন্তায় পল্লবী, এখন থেকেই ঠাকুরের নাম জপছেন ‘পর্ণা’! কিন্তু কেন?

প্রসঙ্গত, তিয়াশা (Tiyasha Lepcha) ছোটপর্দার জনপ্রিয় মুখ হলেও সোহেল ততটাও পরিচিত নন। যদিও শিশুশিল্পী হিসেবে কেরিয়ার শুরু করেছিলেন তিনি। এছাড়াও রাজনৈতিক দলের মিটিং মিছিলেও দেখা যায় তাঁকে। শোনা যায়, এমনি এক রাজনৈতিক মঞ্চ বা পার্টিতে আলাপ হয়েছিল দুজনের। বর্তমানে স্টার জলসার ‘রোশনাই’ ধারাবাহিকে দেখা যাচ্ছে তিয়াশাকে। অন্যদিকে জি বাংলার নতুন মেগা ‘মিত্তির বাড়ি’তে অভিনয় করছেন সোহেল।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর