নিশীথের গাড়ি লক্ষ্য করে ইটবৃষ্টি ঘিরে ধুন্ধুমার সিতাই! ‘ওর বাড়ি মস্তানদের আস্তানা’, পাল্টা উদয়ন গুহ

বাংলা হান্ট ডেস্কঃ আসন্ন পঞ্চায়েত নির্বাচন আর তার আগে বাংলার বিভিন্ন প্রান্ত থেকে একের উপর এক উত্তেজনার ছবি সামনে এসে চলেছে। সেই ধারা বজায় রেখে এবার বিজেপির (Bharatiya Janata Party) কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের (Nishith Pramanick) কনভয়কে লক্ষ্য করে ইটবৃষ্টির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ল সর্বত্র। এই ঘটনায় তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) দিকে অভিযোগের আঙ্গুল তোলা হলেও অপরদিকে বিজেপির গোষ্ঠী কোন্দলকেই দায়ী করেছে ঘাসফুল শিবির।

সাম্প্রতিক সময়ে দুর্নীতি ইস্যু থেকে শুরু করে অন্যান্য একাধিক বিষয়কে কেন্দ্র করে তৃণমূল বনাম বিজেপি দ্বন্দ্ব অব্যাহত। আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে সেই বিতর্ক আরো বহু গুণে বৃদ্ধি পেয়েছে। এর মাঝে সম্প্রতি বিজেপি নেতা নিশীথ প্রামাণিকের চুল-দাড়ি উপরে ফেলার হুঙ্কার দেন রাজ্যের মন্ত্রী উদয়ন গুহ আর এদিন নিশীথের কনভয়ে ইটবৃষ্টির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়লো কোচবিহারের সিতাই এলাকায়।

এদিন সিতাইয়ে দলীয় কর্মীদের সঙ্গে সংযোগ কর্মসূচিতে যোগদান করার উদ্দেশ্যে যাওয়ার সময় নিশীথ প্রামাণিকের কনভয় লক্ষ্য করে ইটবৃষ্টি করা হয়। ইতিমধ্যেই অভিযোগের আঙ্গুল তোলা হয়েছে তৃণমূল কংগ্রেসের দিকে। সূত্রের খবর অনুযায়ী, এই ঘটনার পর নিশীথ প্রামাণিকের গাড়ি থেকেও বেশ কয়েকজন লোক নেমে যায় এবং এরপরই দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনায় মুহূর্তের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে সর্বত্র।

যদিও এই ঘটনায় বিজেপির গোষ্ঠী কোন্দলের দিকেই ইঙ্গিত করেছে ঘাসফুল শিবির। রাজ্যের মন্ত্রী উদয়ন গুহ বলেন, “নিশীথ প্রামাণিকের বাড়িতে বোমা রাখা থাকে। সমাজবিরোধী এবং অন্যান্য অপরাধমূলক কাজের সঙ্গে জড়িত অপরাধীরা ওর বাড়িতে লুকিয়ে থাকে। পুলিশ যদি একবার তল্লাশি চালায়, তাহলে সব পাওয়া যাবে। কিন্তু ওর বাড়ি ঘিরে থাকে কেন্দ্রীয় বাহিনী। সেই জন্য সম্ভব হয় না।”

nishith

এদিনকার ঘটনা প্রসঙ্গে নিশীথ প্রামাণিক জানান, “ওরা আমার গাড়ির লক্ষ্য করে ইটবৃষ্টি করেছিল। প্রাপ্য জবাব পেয়ে গিয়েছে। যে যেমন কাজ করবে, ঠিক সে রকমটাই ফেরত পাবে।” উল্লেখ্য, আর কয়েকদিন পরেই যখন পঞ্চায়েত নির্বাচন, তার আগে কেন্দ্রীয় মন্ত্রীর গাড়ি লক্ষ্য করে হামলা এবং তার পালটা জবাব ঘিরে ইতিমধ্যেই প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে পদ্মফুল শিবির।


Sayan Das

সম্পর্কিত খবর