বিপ্লবের রাজ্যে বিজেপিকে কুপোকাত করবেন রাজীব, ত্রিপুরায় বড় দায়িত্ব পেলেন প্রাক্তন বনমন্ত্রী

বাংলা হান্ট ডেস্কঃ পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিশাল আসনে জয়লাভের পর থেকেই দেশের বিভিন্ন প্রান্তে নিজেদের ক্ষমতার বিস্তার করার জন্য তৎপর হয়ে পড়ে তৃণমূল কংগ্রেস আর এবার তার ফলস্বরূপ ত্রিপুরাতে নিজেদের রাজ্য কমিটির তালিকা পেশ করল তারা। ত্রিপুরায় 6 জনকে শীর্ষে রেখে মোট 132 সদস্য বিশিষ্ট রাজ্য কমিটি ঘোষণা করল তৃণমূল কংগ্রেস দল, যেখানে দলের প্রধান দায়িত্ব পেলেন রাজীব বন্দ্যোপাধ্যায় এবং ত্রিপুরা রাজ্য সভাপতি হলেন সুবল ভৌমিক।

গত বছর ত্রিপুরা পুরসভা নির্বাচনে লড়াই করে তৃণমূল। অভিষেক ব্যানার্জীর নেতৃত্বে ভোটে ভালো ফল না করলেও দমে থাকেনি তারা এবং বর্তমানে রাজ্য কমিটি ঘোষণা করার ফলে তাদের দৃঢ় মানসিকতারই পরিচয় দিলো তৃণমূল নেতৃত্ব। সুবল ভৌমিককে এদিন রাজ্য সভাপতি করার পাশাপাশি ত্রিপুরার প্রধান ইনচার্জের দায়িত্ব পেলেন রাজীব বন্দ্যোপাধ্যায়।

প্রসঙ্গত, কিছুদিন পূর্বেই বিজেপি দল ছেড়ে পুনরায় তৃণমূলে ফিরে আসেন রাজীব। সুবল ও রাজীব ছাড়াও তৃণমূলের এদিনের প্রকাশিত রাজ্য কমিটিতে রয়েছেন যথাক্রমে সুস্মিতা দেব, আশিস দাস, আশিস লাল সিং, ভৃগুরাম রিয়াং এবং মামন খান।

এছাড়াও এদিন একাধিক ঘোষণা করে ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেস। উল্লেখ্য, পরের বছরই ত্রিপুরায় বিধানসভা নির্বাচন রয়েছে। সেই উদ্দেশ্যে এদিন 132 জনের রাজ্য কমিটি ঘোষণা করা হয়েছে, যেখানে সহ-সভাপতি হিসেবে 8 জন, সাধারণ সম্পাদক হিসেবে 5 জনের তালিকা বার করা হয়। এছাড়াও কার্যনির্বাহী সদস্যের তালিকায় 72 জনকে রাখা হয়েছে। এদিন শান্তনু সাহাকে তৃণমূল যুব কমিটির নেতৃত্বে রাখা হয় এবং মহিলা তৃণমূল কংগ্রেসের দায়িত্ব দেওয়া হয় পান্না দেবকে। ফলে, বিধানসভা নির্বাচনের পূর্বে তৃণমূল দল নিজেদের ঘুঁটি সাজাতে ময়দানে নেমে পড়লো বলেই মত রাজনৈতিক মহলের।

Sayan Das

সম্পর্কিত খবর