বাংলা হান্ট ডেস্কঃ অনেকদিন ধরেই জল্পনা চলছিল। অবশেষে সেই খবরে শিলমোহর দিলেন অর্জুন সিং (Arjun Singh) নিজেই। চব্বিশের লোকসভা নির্বাচনের প্রাক্কালে জোড়াফুল ছেড়ে ফের পদ্ম শিবিরে যোগ দিচ্ছেন ব্যারাকপুরের এই দুঁদে রাজনীতিক। বৃহস্পতিবার সংবাদমাধ্যমের কাছে বিজেপিতে (BJP) যোগ দেওয়ার কথা ঘোষণা করেন অর্জুন।
তবে তিনি একা নন, আরও এক তৃণমূল (TMC) নেতা পদ্ম শিবিরে যোগ দিতে চলেছেন বলে জানান ব্যারাকপুরের এই নেতা। এমনকি ব্যারাকপুরের হাজার হাজার মানুষ জোড়াফুল ছেড়ে পদ্ম শিবিরে যোগ দেবেন বলে ঘোষণা করেন তিনি। ১০ মার্চ ব্রিগেডের জনগর্জন সভা থেকে তৃণমূলের (Trinamool Congress) প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পরেই দলের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছিলেন অর্জুন। তাঁর দফতর থেকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবিও নামিয়ে দেওয়া হয়।
সব মিলিয়ে ক্রমেই জোরালো হতে থাকে অর্জুন সিংয়ের বিজেপিতে যোগদানের জল্পনা। অবশেষে আজ নিজেই সেকথা ঘোষণা করলেন ব্যারাকপুরের এই রাজনীতিক। বুধবার মমতা বন্দ্যোপাধ্যায়কেও অর্জুন-প্রসঙ্গে জিজ্ঞেস করা হয়েছিল। জবাবে তৃণমূল সুপ্রিমো বলেন, ‘ও তো এখনও বিজেপিরই সাংসদ’। পদ্ম-শিবিরে যোগদানের কথা ঘোষণা করার পর মুখ্যমন্ত্রীর এই মন্তব্যকে টেনে আনেন এই দাপুটে রাজনীতিবিদ।
আরও পড়ুনঃ লোকসভা ভোটের আগে তমলুকে জোর ধাক্কা তৃণমূলে! দ্বিগুণ আসন ছিনিয়ে ‘জয়ী’ বিজেপি
উনিশের লোকসভা নির্বাচনের আগে তৃণমূল টিকিট না দেওয়ায় গেরুয়া শিবিরে যোগদান করেছিলেন অর্জুন। ব্যারাকপুর কেন্দ্র থেকে জয়ীও হন তিনি। এরপর ফের জোড়াফুল শিবিরে ফিরে আসেন। তাই খাতায়কলমে অর্জুন এখনও ব্যারাকপুরের সাংসদ, একথাই বলতে চান মমতা। তবে ব্যারাকপুরের বিদায়ী সাংসদ দল ছাড়ার বিষয়টি কার্যত স্পষ্ট করে দেওয়ার পরেই একথা বলেছিলেন তিনি।
আজ বিজেপিতে যোগদানের কথা ঘোষণা করার পর প্রাক্তন নেত্রীকে নিশানা করেন অর্জুন। ব্যারাকপুরের এই দাপুটে নেতা বলেন, ‘আমি ওঁনাকে অভিনন্দন জানাচ্ছি। অনেক বড় মাপের নেত্রী উনি। এত প্রমাণ, এত নথি থাকা সত্ত্বেও উনি একজন বিজেপি সাংসদকে ওনার দলের রাজনৈতিক সভার মঞ্চে ৪ ঘণ্টা বসতে দিয়েছেন। আমি ওঁনাকে ধন্যবাদ জানাচ্ছি’।
বছর দেড়েক আগে তৃণমূলে ফেরার যে সিদ্ধান্ত নিয়েছিলেন সেটা ভুল ছিল, এমন মন্তব্যও করেন অর্জুন সিং। বিজেপিতে কবে যোগ দিচ্ছেন? একথা জিজ্ঞেস করা হলে তিনি বলেন, আজ অথবা আগামীকাল (শুক্রবার) যোগদান করবেন। দুপুর দেড়টা নাগাদ তাঁর কাছে ফোন আসবে বলে জানান। এরপরেই এই বিষয়ে জানতে পারবেন। তবে দল যেমন সিদ্ধান্ত নেবেন, তেমনটা মেনেই যোগ দেবেন বলে জানিয়েছেন অর্জুন।