৪ দিন বেপাত্তা! ড্রোন উড়িয়ে চলল তল্লাশি, নিখোঁজ তৃণমূল নেতা ‘উদ্ধার হলেন’ বারাসতে বান্ধবীর বাড়ি থেকে

বাংলাহান্ট ডেস্ক : কি কান্ডই দেখালেন তিনি! প্রায় ৪ দিন নিখোঁজ ছিলেন নানুরের (Nanur) বাসাপাড়ার তৃণমূল নেতা (TMC Leader) বাবুলাল সেখ। নানুর থেকে বোলপুর মোবাইল কিনতে যাব বলে বেরিয়েছিলেন। তারপর রাস্তায় বাইকে রেখেই উধাও হয়ে যান। এলাকায় জল্পনা তৈরি হয় হয়ত অপহরণ করা হয়েছে বাবুলালকে। সেই নিখোঁজ নেতার খোঁজ মিলল সোজা বারাসতে। গতকাল দুপুরে তাকে বারাসতের (Barasat) খড়দা থেকে উদ্ধার করে পুলিস।

বাসপাড়ার সিধাই গ্রামের ওই তৃণমূল নেতা বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়ে যান দিন চারেক আগে। অভিযোগ পেয়েই তদন্তে নামে নানুর থানার পুলিস। কিন্তু তদন্তে কোনও অগ্রগতি হয়নি। এই অভিযোগে রবিবার তৃণমূল নেতার পরিবার ও গ্রামবাসীরা গিয়ে বাসাপাড় পুলিস ক্যাম্প ঘোরাও করে বসে। তারপরই পুলিস কুকুর এনে শুরু হয় তল্লাশি। কুকুরটি বোলপুরের দিকে এগিয়ে যায়। এরপরই আজ সকালে নানুর ও কীর্নাহার থানার যৌথ উদ্যোগে ড্রোন উড়িয়ে তল্লাশি শুরু করে পুলিস। কাজে লাগানো হয় বিরাট পুলিস বাহিনীকে। যে জায়গা থেকে বাবুলাল নিখোঁজ হয়ে যান সেখানে থেকে ৩-৪ কিলোমিটার ড্রোন উড়িয়ে তল্লাশি চালানো হয়।

গতকাল দুপুরে পুলিসের কাছে গোপন সূত্রে খবর আসে বাবুলাল রয়েছে বারাসতের কোনও একটি জায়গায়। সেই খবরের সূত্র ধরেই বারসতের খড়দায় এক বান্ধবীর বাড়ি থেকে তাকে উদ্ধার করা হয়। এনিয়ে বাবুলালের দাদা সংবাদমাধ্যমে বলেন, ভাই ৪ দিন নিখোঁজ ছিল। পুলিস খুঁজে বের করেছে। ও এখন অসুস্থ। মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনার জন্য পুলিসকে অসংখ্য ধন্যবাদ।

কিন্তু কেন এভাবে হঠাৎ গা ঢাকা দেওয়া? বাবুলাল জানান, ‘পারিবারিক অশান্তির কারণেই বাড়ি থেকে চলে গিয়েছিলাম। এই কদিন বিভিন্ন জায়গায় ছিলাম। মনটা ভালো করতে হবে তো।’ কিন্তু বাবুলালের মন ভালো করার জেরে নাকাল হতে হল একটা গোটা থানার পুলিসকে।


Avatar
Sudipto

সম্পর্কিত খবর