বাংলাহান্ট ডেস্কঃ রাজ্যে ভোটের দামামা বাজতেই একে একে সব রাজনৈতিক দলগুলি নির্বাচনী প্রচারের কাজে লেগে পড়েছেন। আর সেখান থেকেই উঠে আসছে একেরপর এক চাঞ্চল্যকর খবর। কোথাও ভোট প্রচারে গিয়ে ‘গৃহবধূর গায়ে হাত’, তো কোথাও আক্রান্ত হচ্ছেন, এমনকি করছেন লাগামছাড়া মন্তব্যও। ঠিক তেমনই এক বিতর্কিত মন্তব্য করে সংবাদের শিরোনামে উঠে এলেন তৃণমূল (TMC) নেতা শেখ মইনুদ্দিন।
এদিন উত্তর ২৪ পরগনার আমডাঙায় দলীয় প্রার্থীর (TMC Candidate) প্রচারে গিয়ে কার্যত হুঁশিয়ারির সুরে চাঞ্চল্যকর মন্তব্য করেন তৃণমূল নেতা শেখ মইনুদ্দিন। তিনি বলেন, ‘তৃণমূলে যারা ভোট দেবেন না, তাঁরা মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক প্রকল্প থেকে বঞ্চিত হবেন।’ এমনকি তিনি এও বলেন, মমতা ব্যানার্জীর খাবে, কিন্তু তাঁর হয়ে গান গাইবে না, সমর্থন করবে না, ওসব চলবে না!’ তৃণমূল নেতার এই বিতর্কিত হুঁশিয়ারির ভিডিও সোশ্যাল মিডিয়ার তুমুল ভাইরাল হয়ে যায়।
জানা যাচ্ছে, গতকাল অর্থাৎ বৃহস্পতিবার রাতে আমডাঙার তৃণমূল প্রার্থী রফিকুল রহমানের হয়ে প্রচার করছিলেন দলীয় নেতা শেখ মইনুদ্দিন। সেখানে পথ সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, ‘এখানে বিধায়ক আছেন, অন্যান্য নেতারাও আছেন, তাঁদের সামনেই বলছি, যারা তৃণমূল ছাড়া অন্য দলকে ভোট দেবে তাঁদের আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের সব উন্নয়ন মূলক থেকে বঞ্চিত করা হবে। ব্লক করে দেওয়া হবে স্বাস্থ্য সাথী কার্ড, রেশন কার্ড, এমনকি বার্ধক্যভাতাও বন্ধ করে দেওয়া হবে।
এদিন তিনি আরও বলেন, ‘ইতিমধ্যেই রাজ্যে ৩টি দফার নির্বাচন পর্ব শেষ হয়েছে, সেই তিনটি দফায় তৃণমূল জিতবে ৭০ এর বেশি আসনে। বাকি যে আসন গুলি আছে, সেখানেই এবার হিসাব হবে। মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) আবার সরকার গড়বে।’ তারপরই তৃণমূল নেতার হুঁশিয়ারি আইএসএফ (ISF) করলে মমতা সরকারের সব উন্নয়নমূলক প্রকল্প থেকে বঞ্চিত হবে। তৃণমুল নেতার এহেন হুঁশিয়ারি রীতিমত চর্চার বিষয় হয়ে উঠেছে রাজ্য রাজনীতিতে।
‘ভারত আজ পর্যন্ত অলিম্পিকে সোনা পায়নি …’ ভরা মঞ্চে বেফাঁস মমতা