তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে বন্ধ জুটমিল! খুলতে নামাতে হল বিশাল পুলিশবাহিনী

বাংলা হান্ট ডেস্কঃ পঞ্চায়েত ভোট যত এগিয়ে আসছে ততই বাড়ছে তৃণমূলের (TMC) গোষ্ঠীকোন্দল (Inner Clash)। দিক দিক থেকে উঠে আসছে সংঘর্ষের ঘটনা। এরই মধ্যে উত্তর ২৪ পরগনার (North 24 Parganas) কাঁকিনাড়ায় (Kankinara) মিলের ঠিকদারি কার দখলে থাকবে, সেই নিয়ে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ঘটনার জেরে উত্তপ্ত ছিল এলাকা। প্রথমে বিবাদ দিয়ে শুরু হলেও পরবর্তীতে বড়সড় সংঘর্ষের আঁকার ধারণ করে সেই বিবাদ। বন্ধ ছিল কারখানাও।

সোমবার ফের কারখানা খুলতে হবে। শুরু করতে হবে মিলের কাজ। তবে আবারও দুই গোষ্ঠীর সংঘর্ষের সম্ভাবনা রয়েই যাচ্ছে। সেকারণে এদিন সকাল থেকেই নফরচাঁদ জুটমিল (Jute Mill) চত্বরে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশবাহিনী (Police Force)। যাতে দলের বিবাদের জেরে ফের মিলের কাজ বন্ধ না হয় তার জন্যই প্রশাসনের এই উদ্যোগ। অন্যদিকে জুটমিল বন্ধের জেরে সমস্যায় পড়েছিল মিলের শ্রমিকরাও।

সোমবার এলাকায় নামানো হয়েছে র‍্যাফ সহ ভাটপাড়া থানার বিশাল পুলিশ বাহিনী। চলছে কড়া পুলিশি নজরদারি। এই প্রসঙ্গে, ভাটপাড়া পুরসভা সিআইসি সদস্য অমিত গুপ্তার বক্তব্য, “বাইরে একটা ঝামেলার জন্য আমাদের নফরচাঁদ জুটিমিলে অসুবিধা হয়েছিল। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক। নেত্রী আমাদের শিখিয়েছেন সব সময় মানুষের সঙ্গে, মানুষের পাশে থাকতে। শ্রমিকদের ভালোর জন্য আমরা এখানে দাঁড়িয়ে, এত পুলিশ এখানে দাঁড়িয়ে।”

tmc flag

পাশাপাশি তিনি বলেন, “বাইরের ঝামেলার জন্য শ্রমিকদের যাতে কোনও অসুবিধা না হয় তা দেখার দায়িত্ব আমাদের। কারখানা বন্ধ খাতলে শ্রমিকদের ক্ষতি, অর্থনীতির ক্ষতি। সকাল থেকে চার হাজার শ্রমিক ভিতরে কাজের জন্য ঢুকেছে। কোনও সমস্যা এখন নেই। ইউনিউনের ঝামেলার জন্য কারখানা বন্ধের কাজ যাঁরা করেছে তাঁরা মুর্খের মতো কাজ করেছেন। এখন জুটমিলে ফের উৎপাদন শুরু হয়েছে।”


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর