আজকের রাশিফল ২৯ শে ডিসেম্বর বুধবার ২০২১, এই রাশির ব্যক্তিদের সুন্দর দিন কাটবে আজ

বাংলাহান্ট ডেস্কঃ নিজের রাশিফলে কি রয়েছে, তা সকলের কাছেই বেশ কৌতুহলের। দিনের শুরুতেই যদি আজকের রাশিফল (ajker rashifal) দেখে নেন, তাহলে আপনি আপনার রাশিফল সম্পর্কে জানতে পারবেন। সেইমতই কাটাবেন আপনার গোটা দিন, তাহলে কাটাতে পারবেন অনেক বাঁধা বিঘ্ন।

মেষঃ রাতের দিকে পরিবারের সঙ্গে কিছুটা সময় কাটাতে পারবেন। ঘরের কিছু পরিবর্তনের আগে সকলের সম্মতি নিন। ওজন ঠিক রাখতে, ব্যায়াম করুন। অর্থ সঞ্চয় এবং খরচের বিষয়ে নজর দিতে হবে।

বৃষভঃ গুরুত্বপূর্ণ কাজের কারণে, ঘুরতে যাওয়ার পরিকল্পনা ভেস্তে যাবে। সন্ধ্যের সময় সুসংবাদ আসতে পারে। শ্বশুরবাড়ির দিক থেকে কিছু খারাপ খবর পাবেন। সন্ধ্যের দিকে গোটা পরিবারের জন্য খুশির খবর আসবে। সন্দেহজনক আর্থিক কারবারে জড়িয়ে পড়বেন না।

মিথুনঃ পরিবারের ছোটদের সঙ্গে কিছুটা সময় কাটান। মানসিক চাপ বাড়তে পারে আজকের দিনে। শারীরিক কিছু সমস্যা হতে পারে আজ। বিশ্বাসযোগ্য ব্যক্তি আপনাকে সম্পূর্ণ সত্যি বলবে না।

কর্কটঃ বন্ধু এবং পরিবারের সঙ্গে সফর আনন্দদায়ক হবে। কর্মস্থানে বেশি ধকল পড়ে যাওয়ার কারণে, সংসারের কাজ করতে কষ্ট হবে। অর্থ বুঝে শুনে খরচ করুন। পরিবারের ছোট সদস্যকে নিয়ে শপিং-এ যেতে পারেন।

IMG 20210117 194445

সিংহঃ আজকের দিনে গর্ভবতী মায়েরা সাবধানে চলাফেরা করুন। পরিবারের সঙ্গে কিছুটা সময় কাটান। তেল মশলাযুক্ত খাবার এড়িয়ে চলুন। অতিরিক্ত অর্থ উপার্জনের জন্য অন্য পথ দেখুন।

কন্যাঃ ঘরের কিছু পরিবর্তনের আগে সকলের সম্মতি নিন। আর্থিক খাতে বিনিয়োগের পূর্বে সবদিক ভেবে চিন্তে নেবেন। ভাগ্যের উপর নির্ভর করে, সবকিছু ভাগ্যের হাতে ছেড়ে দেবেন না। শরীর সুস্থ থাকায় খেলাধূলায় অংশ নিতে পারবেন।

তুলাঃ ব্যস্ততার ফাঁকেও নিজের জন্য কিছুটা সময় পাবেন। নিজের পরিকল্পনা অন্যদের সঙ্গে ভাগ না করাই মঙ্গলের। অবসর সময়ে ভালো কিছু করুন। ব্যবসার প্রয়োজনে কারো থেকে পরামর্শ নিতে পারেন।

বৃশ্চিকঃ ভ্রমণের সময় দীর্ঘ যাত্রা এড়িয়ে চলুন। ব্যক্তিগত সমস্যা মানসিক অশান্তি কারণ হতে পারে। ব্যবসায় লাভ হওয়ায়, ব্যবসায়ীরা আজকের দিনে খুশিতে থাকবেন। আজকের দিনে এই রাশির ব্যক্তিদের শরীর সুস্থই থাকবে। ঘরের কাজের চাপ, আপনাকে খিটখিটে করে তুলবে।

ধনুঃ বিভিন্ন উৎস থেকে আর্থিক উন্নতির সম্ভাবনা রয়েছে। চারপাশের পরিবেশ পরিস্কার পরিচ্ছন্ন রাখুন। পরিবারের লোকেদের সঙ্গে কথা বলার পূর্বে, ভাষা সংযত করুন। পরিবারের সকলের সঙ্গে কিছুটা ভালো সময় কাটান।

মকরঃ ভাই বোনকে আর্থিক সাহায্য করতে গিয়ে সমস্যায় পড়বেন। অর্থের গুরুত্ব এবং এটি সঞ্চয়ের পথ পাবেন।

কুম্ভঃ ব্যবসার দিকটা মন দিয়ে দেখুন। সকাল থেকে অর্থ ব্যয় হলেও, সন্ধ্যের দিকে সঞ্চয় করতে পারবেন। অতিরিক্ত কাজের মাঝেও, মেজাজ ফুরফুরে থাকবে আজ। পরিবারের জন্য একটা সারপ্রাইজ প্ল্যান করুন।

মীনঃ কাজের ফাঁকে একদিনের ছুটিতে অবশ্যই যেতে পারেন, তাতে কোন সমস্যা হবে না। আপনার মিষ্টি স্বভাব খুশির মুহূর্ত তৈরি করবে। আজকে কিছুটা আরাম করতে পারবেন। তাড়াহুড়ো করে বেশি জিনিস না কেনাই ভালো।

Smita Hari

সম্পর্কিত খবর