বাংলা হান্ট ডেস্ক :মার্কিন যুক্তরাষ্ট্রের হাউস্টনের পর এ বার থাইল্যান্ড সফরে উড়ে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ শনিবার সকালেই ASEAN অর্থাত্ দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলির অ্যাসোসিয়েশন সম্মেলন অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে ব্যাংকক গেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ এশিয়ান অংশগ্রহণ করা ছাড়াও পূর্ব এশিয়ার সম্মেলন এবং মুক্ত আঞ্চলিক বাণিজ্যিক সম্মেলনে উপস্থিত হবেন তিনি৷ তবে এবার থাইল্যান্ডে সাওয়াসদি পিএম মোদী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে৷ এত দিন অবধি মার্কিন মুলুকে হাউডি মোদীর সাফল্যের পর এবার ব্যাংককে এই নতুন অনুষ্ঠানের মধ্য দিয়ে আবারও সাফল্যের হাতছানি লক্ষ করা যাচ্ছে৷
তাই থাইল্যান্ডে বসবাসকারী ভারতীয় বংশোদ্ভূতদের তরফে এই অনুষ্ঠানে শনিবার সন্ধ্যাতেই বক্তব্য রাখতে শুরু করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ থাইল্যান্ডে স্বাগত জানাতে সাওয়াসদি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে তবে এই অনুষ্ঠানেও ব্যাপক সাড়া মিলবে এমনটাই মনে করা হচ্ছে৷ এশিয়ান গোষ্ঠীভুক্ত দশটি এবং ভারত চিন সহ আরও ছটি মিলিয়ে মুক্ত আঞ্চলিক বাণিজ্য চুক্তি কার্যকর করতে আলোচনা চলছে বেশ কয়েক মাস ধরে৷ তাই তো ব্যাংকক বৈঠকে চুক্তি হওয়ার কথা ছিল৷
Addressing a community programme in Bangkok, Thailand. Watch. https://t.co/fyY57sicg7
— Narendra Modi (@narendramodi) November 2, 2019
যদিও এই চুক্তির প্রতিবাদ জানিয়েছে রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘ৷ আসলে চুক্তি হলে ভারত সহ এশিয়ার বাজারে চিনা আধিপত্য বাড়তে পারে বলে আশঙ্কা করা হয়েছিল৷ থাইল্যান্ড সফরে একাধিক কর্মসূচি নিয়ে হাজির হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে উঠে প্রধানমন্ত্রী হাজার হাজার প্রবাসী ভারতীয়দের সমর্থন পেয়েছেন৷ থাইল্যান্ডে বসবাসকারী সমস্ত প্রবাসী ভারতীয়দের শুভেচ্ছা জানিয়েছেন তিনি৷ তবে মার্কিন যুক্তরাষ্ট্রের মতো থাইল্যান্ডেও বড়সড় প্রবাসী ভারতীয়দের জন্য ঘোষণা করতে পারেন বলেও মনে করা হচ্ছে৷