বাংলা হান্ট ডেস্ক: ফের বদলাতে চলেছে আবহাওয়া। এমনই পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর। সকাল থেকেই রোদ ঝলমলে আবহাওয়া। কোথাও তেমন বৃষ্টিও হয়নি। তবে একটু পরই বদলে যাবে আবহাওয়া। ফের একবার শুরু হচ্ছে আবহাওয়ার মুড সুইং। পূর্বাভাস বলছে আজ থেকেই আবারও ঝড় বৃষ্টির শুরু হবে দক্ষিণে। শুক্রবার দক্ষিণবঙ্গের একাধিক জেলা ভিজতে পারে।
শুক্রবার রাতে দক্ষিণের বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। এরপর আগামীকাল দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টি হবে। সাথে বইবে ঝোড়ো হাওয়া। আগামীকাল অর্থাৎ শনিবার থেকে বৃষ্টি হতে পারে, উত্তর ২৪ পরগনায় জোর বৃষ্টির সম্ভাবনা।
পাশাপাশি বৃষ্টি হতে পারে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, কলকাতা, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদে। সঙ্গে ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, বর্তমানে ঘূর্ণাবর্ত রয়েছে রাজস্থান ও কেরলে। ওদিকে নতুন করে নিম্নচাপ অক্ষরেখা বিহার থেকে অসমের মধ্যে রয়েছে।
পাশাপাশি কর্নাটক থেকে বিদর্ভের মধ্যে অক্ষরেখা অবস্থান করছে। এদিকে আজ শুক্রবার পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে উত্তর-পশ্চিম ভারতে। নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের জেরে বঙ্গোপসাগর থেকে দক্ষিণুখী বায়ুর সঙ্গে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। যার জেরে বঙ্গ জুড়ে বৃষ্টি চলবে।
আরও পড়ুন: ‘ভেরি আনকালচারড, সাব স্স্ট্যান্ডার্ড…’, BJP-তে যোগ দিতেই ক্ষোভে ফুঁসে উঠলেন অভিজিৎ গাঙ্গুলি
মার্চের শেষে এসে অনেকটাই তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। রবিবারের মধ্যে কলকাতার তাপমাত্রা ৩৬ ডিগ্রির ওপরে যেতে পারে। তারপর আরও বাড়বে গরম। এদিকে দক্ষিণের পাশাপাশি বৃষ্টি চলবে উত্তরেও। শনি ও রবিবার, উত্তরবঙ্গের প্রায় সব কয়টি জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।