বাংলাহান্ট ডেস্কঃ আমফানের রেশ কাটতে না কাটতেই গতির আগমনের সংকেত দিয়েছিল আবহাওয়া দফতর (Weather office)। প্রথমে ঠাহর করতে না পারলেও পরবর্তীতে জানা গেল বাংলা নয়, ওড়িশা, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, মহারাষ্ট্র, তেলাঙ্গনায় আছড়ে পড়তে চলেছে এই ঘূর্নীঝড় গতি।
গতির প্রভাব
এখনও অবধি পাওয়া খবর অনুযায়ী মঙ্গলবার রাতের দিকে স্থলভাগে আছড়ে পড়তে চলেছে এই গতি। শক্তিশালী রূপ ধারণ করে অন্ধ্রপ্রদেশ হয়ে নার্সাপুর ও বিশাখাপত্তনমে মাঝে কাকিনাড়ায় প্রবেশ করবে। সেই সময় ঝড়ের গতিবেগ থাকতে পারে ৮০ কিমি। এই গতির সর্বাধিক প্রভাব পড়বে কেরালা উপকূল, অন্ধ্র উপকূল এবং কর্ণাটক উপকূলে।
জারী হল সতর্কতা
আবহাওয়াবিদদের আশঙ্কা, সপ্তাহের মাঝামাঝি সময়ে আন্দামান সাগরে আরও একটি নিম্নচাপ তৈরি হতে পারে। তবে গতির প্রভাবে কেরালা, মধ্য মহারাষ্ট্র, ওড়িশা, ছত্রিশগড়, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানায় ভারী বৃষ্টির আশঙ্কা করছে হাওয়া অফিস। সমুদ্র উত্তাল থাকার কারণে সমুদ্র উপকূলবর্তী মানুষজন এবং মৎস্যজীবীদের মাঝ মসুদ্রে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
আজকের আবহাওয়া
আজকে সকাল থেকেই শহরের আকাশে রোদ ঝলমলে আলো দেখা যাচ্ছে। ঘূর্নীঝড় তৈরি হলেও, তা বাংলায় না আসায় কিছুটা হলেও স্বস্তিতে রয়েছে বাংলার মানুষজন। তবে বাতাসে জলীয় বাস্প থাকায় ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে।
আজকের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বিনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও, রাতের দিকে মূলত আবছা আকাশ থাকার পূর্বাভাস দিচ্ছে হাওয়া অফিস।